জেলের অত্যাচারেই ক্যানসার হয়েছিল সাধ্বীর, দাবি করলেন বাবা রামদেব

Last Updated:
#নয়া দিল্লি: ভোপালের বিজেপি প্রার্থীপদে তার নাম ঘোষণার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ বার বারই তার হয়ে সাফাই দিতে এগিয়ে এসেছেন বিজেপি নেতৃত্ব৷ এবার সাধ্বী প্রজ্ঞার হয়ে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব৷ সাধ্বী প্রজ্ঞাকে প্রকৃত জাতীয়তাবাদী আখ্যা দিয়ে বাবা রামদেব তার ক্যানসার হওয়ারও ব্যাখ্যা দেন৷
২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ৯ বছর জেল খেটেছেন৷ সেই সময়ই অত্যাচারে তার ক্যানসার হয়েছিল বলে দাবি করেন রামদেব৷ তাঁর কথায়, "এটা পাপের চরম সীমা৷ কোনও নির্দোষ মানুষকে শুধুমাত্রা সন্দেহের বশে গ্রেফতার করে টানা ৯ বছর ধরে অত্যাচার করা হয়েছে৷ এই অত্যাচার তার ওপর এতটাই মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করেছিল যে শরীরে বাসা বেঁধেছিল দুরারোগ্য ক্যানসার৷ সাধ্বী সন্ত্রাসবাদী নয়, ও একজন জাতীয়তাবাদী৷"
advertisement
এদিন পটনা সাহিব কেন্দ্রে বিজেপি প্রার্থী পদে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ তার সঙ্গেই ছিলেন যোগগুরু৷ সেখানেই সাংবাদিকরা তাকে ২৬/১১ মুম্বই হামলায় এটিএস প্রধান হেমন্ত করকরের মৃত্যু প্রসঙ্গে সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে রামদেব বলেন, প্রজ্ঞার প্রতি আমাদের সহানুভূতি দেখানো উচিত৷ আমাদের বোঝা উচিত একজন মহিলা কতটা কষ্ট পেলে তার মধ্যে এমন তিক্ততা জন্মাতে পারে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, তাঁর অভিশাপেই হেমন্ত করকরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সাধ্বী প্রজ্ঞা৷ এমনকী, গোমূত্র খেয়ে তার ক্যানসার সেরে গিয়েছে বলেও প্রজ্ঞার দাবি৷ যদিও, মুম্বইয়ের জে জে হাসপাতাল সূত্রে খবর আদপেও সাধ্বীর ক্যানসার হয়নি৷
আগামী ১২ মে ভোপাল ভোপালে ভোটগ্রহণ৷ বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে লড়বেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জেলের অত্যাচারেই ক্যানসার হয়েছিল সাধ্বীর, দাবি করলেন বাবা রামদেব
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement