জেলের অত্যাচারেই ক্যানসার হয়েছিল সাধ্বীর, দাবি করলেন বাবা রামদেব

Last Updated:
#নয়া দিল্লি: ভোপালের বিজেপি প্রার্থীপদে তার নাম ঘোষণার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ বার বারই তার হয়ে সাফাই দিতে এগিয়ে এসেছেন বিজেপি নেতৃত্ব৷ এবার সাধ্বী প্রজ্ঞার হয়ে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব৷ সাধ্বী প্রজ্ঞাকে প্রকৃত জাতীয়তাবাদী আখ্যা দিয়ে বাবা রামদেব তার ক্যানসার হওয়ারও ব্যাখ্যা দেন৷
২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ৯ বছর জেল খেটেছেন৷ সেই সময়ই অত্যাচারে তার ক্যানসার হয়েছিল বলে দাবি করেন রামদেব৷ তাঁর কথায়, "এটা পাপের চরম সীমা৷ কোনও নির্দোষ মানুষকে শুধুমাত্রা সন্দেহের বশে গ্রেফতার করে টানা ৯ বছর ধরে অত্যাচার করা হয়েছে৷ এই অত্যাচার তার ওপর এতটাই মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করেছিল যে শরীরে বাসা বেঁধেছিল দুরারোগ্য ক্যানসার৷ সাধ্বী সন্ত্রাসবাদী নয়, ও একজন জাতীয়তাবাদী৷"
advertisement
এদিন পটনা সাহিব কেন্দ্রে বিজেপি প্রার্থী পদে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ তার সঙ্গেই ছিলেন যোগগুরু৷ সেখানেই সাংবাদিকরা তাকে ২৬/১১ মুম্বই হামলায় এটিএস প্রধান হেমন্ত করকরের মৃত্যু প্রসঙ্গে সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে রামদেব বলেন, প্রজ্ঞার প্রতি আমাদের সহানুভূতি দেখানো উচিত৷ আমাদের বোঝা উচিত একজন মহিলা কতটা কষ্ট পেলে তার মধ্যে এমন তিক্ততা জন্মাতে পারে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, তাঁর অভিশাপেই হেমন্ত করকরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সাধ্বী প্রজ্ঞা৷ এমনকী, গোমূত্র খেয়ে তার ক্যানসার সেরে গিয়েছে বলেও প্রজ্ঞার দাবি৷ যদিও, মুম্বইয়ের জে জে হাসপাতাল সূত্রে খবর আদপেও সাধ্বীর ক্যানসার হয়নি৷
আগামী ১২ মে ভোপাল ভোপালে ভোটগ্রহণ৷ বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে লড়বেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জেলের অত্যাচারেই ক্যানসার হয়েছিল সাধ্বীর, দাবি করলেন বাবা রামদেব
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement