Mohammad Azharuddin: মন্ত্রী হলেন মহম্মদ আজহারউদ্দিন! তবে সেখানেও বিতর্ক, কোন অঙ্কে হঠাৎ নিয়োগ? প্রশ্ন বিজেপির

Last Updated:

এদিকে মন্ত্রী পদে শপথ নিয়ে খুশি আজহার৷ বলেছেন, ‘‘আমি খুশি৷ আমার দলের হাইকম্যান্ড, সাধারণ মানুষ আর আমার সমর্থকদের ধন্যবাদ জানাই৷ জুবিলি উপ নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই৷ দু’টো আলাদা বিষয়৷ দু’টোর মধ্যে কোনও সম্পর্ক নেই৷ আমায় যা দায়িত্ব দেওয়া হবে, আমি তা পালন করার চেষ্টা করব৷

News18
News18
হায়দরাবাদ: তেলঙ্গানার মন্ত্রীর পদে শপথগ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন৷ শুক্রবার রাজভবনে সে রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা শপথবাক্য পাঠ করান আজহারউদ্দিনকে৷ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল এই মন্ত্রিত্বের পদ৷ তা-ই পূরণ করা হল এবার৷ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডির মন্ত্রিসভার প্রথম সংখ্যালঘু মন্ত্রী হলেন প্রাক্তন ক্যাপ্টেন৷ তবে, মূল বিষয় হল এই গোটা বিষয়টিতে রাজনীতির অঙ্ক খুঁজে পেয়েছে বিরোধী বিজেপি৷
তেলঙ্গানার বিরোধী বিজেপি বলছে, আগামী ১১ নভেম্বর তেলঙ্গানার জুবিলি হিলস কেন্দ্রে উপ নির্বাচন৷ আর এই কেন্দ্রের ৩০ শতাংশ ভোটারই সংখ্যালঘু৷ তার উপরে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে এখান থেকেই টিকিট দেওয়া হয়েছিল আজহারকে৷ তবে ওই আসন থেকে পরাজিত হতেছিলেন তিনি৷ এবার একাধারে উপ নির্বাচন ও মন্ত্রীর পদ খালি থাকাকে দুই-য়ে দুই-য়ে চার করেছে কংগ্রেস৷ সব কিছু হিসেবনিকেশ করেই আজহারকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির৷
advertisement
এমনকি, গোটা বিষয়টির বিরোধিতা করে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও দিয়েছে বিজেপি৷
advertisement
বিজেপি মুখপাত্রের দাবি, যে ব্যক্তি এই কিছুদিন আগেই ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, তাঁকে এই ভাবে মন্ত্রিত্ব দেওয়ার অর্থ ভোটারদের প্রাভাবিত করা৷ এটা ক্ষমতার অপব্যবহারের শামিল বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে৷
advertisement
কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী তথা বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন, ‘‘কংগ্রেসকে বলতে হবে, যে মানুষটা জুবিলি হিলস আসনে ভোট লড়ে হেরে গিয়েছিল, তাঁকেই হঠাৎ মন্ত্রী করা হল কেন৷ উপ নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ কেন জেগে উঠল সংখ্যালঘু প্রেম? কার স্বার্থে ওঁকে মন্ত্রী করা হয়েছে?’’ বিজেপির দাবি, ভোটারদের প্রাভাবিত করতেই সস্তা রাজনীতি করছে কংগ্রেস৷
advertisement
শাসকদল কংগ্রেসের অবশ্য যুক্তি, দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়েছিল ওই মন্ত্রিত্বের আসন৷ তেলঙ্গানা কংগ্রেসের প্রধান মহেশ গৌড় বলেছেন, ‘‘মন্ত্রিসভায় সংখ্যালঘুদের মন্ত্রিত্ব দেওয়ার অঙ্গীকার করেছিল কংগ্রেস৷ পূর্বতন সরকারের মন্ত্রিসভাতেও একজন করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল৷ আমরা মাঝে চলা ভারসাম্যহীনতার সংশোধন করেছি মাত্র৷’’
advertisement
এদিকে মন্ত্রী পদে শপথ নিয়ে খুশি আজহার৷ বলেছেন, ‘‘আমি খুশি৷ আমার দলের হাইকম্যান্ড, সাধারণ মানুষ আর আমার সমর্থকদের ধন্যবাদ জানাই৷ জুবিলি উপ নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই৷ দু’টো আলাদা বিষয়৷ দু’টোর মধ্যে কোনও সম্পর্ক নেই৷ আমায় যা দায়িত্ব দেওয়া হবে, আমি তা পালন করার চেষ্টা করব৷
আজহারউদ্দিন এখনও বিধানসভা বা পরিষদের সদস্য নন—যা প্রতিমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয়। তিনি ইতিমধ্যেই রাজ্যপালের কোটায় আইন পরিষদে মনোনীত হয়েছেন, কিন্তু রাজ্যপাল এখনও প্রস্তাবে স্বাক্ষর করেননি। মন্ত্রী পদ ধরে রাখতে আগামী ছয় মাসের মধ্যে তাঁকে এমএলসি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
advertisement
আজহারকে নিয়ে রেভানাথের মন্ত্রিসভা দাঁড়াল ১৬ সদস্যের৷ এখনও যেখানে ২টি পদ খালি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mohammad Azharuddin: মন্ত্রী হলেন মহম্মদ আজহারউদ্দিন! তবে সেখানেও বিতর্ক, কোন অঙ্কে হঠাৎ নিয়োগ? প্রশ্ন বিজেপির
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement