Ayodhya Verdict: ২.৭৭ একর নয়, অযোধ্যায় ঠিক কতটুকু জমি নিয়ে এত বড় মামলা

Last Updated:

Ayodhya Verdict: বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি নিয়েই এত অশান্তি৷ আসলে ঠিক কতটা পরিমাণ জমি নিয়ে বিতর্ক ও বিবাদ ছিল, তা জানলে আশ্চর্য লাগে৷

#অযোধ্যা: ভারতের সবচেয়ে বড় মামলার রায় ঘোষণা হয়ে গিয়েছে৷ শনিবার শতাব্দী প্রাচীন বিতর্কের অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্ট৷ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি নিয়েই এত অশান্তি৷ আসলে ঠিক কতটা পরিমাণ জমি নিয়ে বিতর্ক ও বিবাদ ছিল, তা জানলে আশ্চর্য লাগে৷ আসলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মাত্র ১৫০০ স্কোয়্যার ইয়ার্ড বা ০.৩০৯ একর জমি নিয়ে৷ ঠিকই পড়েছেন৷ এই টুকু জমি নিয়েই শতাব্দী প্রাচীন বিবাদ৷ যা ভারতের বৃহত্তম বিতর্কের তকমা পেয়েছে৷
এই ০.৩০৯ একর জমির মধ্যে রয়েছে, মসজিদের বাইরে, ভিতরে ও সীতার রান্নাঘর হিসেবে কথিত ও পরিচিত বেশ খানিকটা অংশ৷ আদালতের রায় অনুযায়ী, বাবরি মসজিদ ধ্বংসের সময় রাম চবুত্রাও ভাঙা হয়েছিল৷ রায়ের প্রথম প্যারাগ্রাফেই এই ক্ষুদ্র জমি নিয়ে বিচারের কথা বলা হয়েছে৷ ১০৪৫ পাতার রায়ে বলা হয়েছে, 'দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে জমিটি নিয়ে বিতর্ক, যা দুই সম্প্রদায়ই দাবি করছে, তাদের জমি, সেই জমির আয়তন অযোধ্যা শহরের মধ্যে ১ হাজার ৫০০ স্কোয়্যার ইয়ার্ড৷'
advertisement
তা হলে কেন ২.৭৭ একর পরিমাণ জমির কথা উঠল? ২.৭৭ একর জমির মধ্যে ০.৩০৯ একর জমি ও তার সংলগ্ন এলাকা রয়েছে৷ পুরোটাই ১৯৯১ সালে উত্তরপ্রদেশে কল্যাণ সিং সরকার উন্নয়ন ও তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে অধিগ্রহণ করে৷ এলাহাবাদ হাইকোর্টে এই অধিগ্রহণের বিরোধিতা করে মামলা দায়ের করা হয়৷
advertisement
অযোধ্যা মামলার সঙ্গে জড়িত অনেক আইনজীবীর বক্তব্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট যখন অযোধ্যা মামলার রায় দেয়, কিছু সংবাদমাধ্যম বিতর্কিত জমির পরিমাণ ২.৭৭ একর জানায়৷ সেটাই প্রচার হয়ে যায়৷ তারপর থেকে ২.৭৭ একর জমিই প্রচারিত হতে থাকে৷
advertisement
শনিবার সুপ্রিম কোর্ট ০.৩০৯ একর জমি নিয়েই রায় দেয়৷ যেখানে 'রামলালা বিরাজমান' বলে কথিত৷ হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন News18-কে বলেছেন, 'সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র ০.৩০৯ একর বা ১৫০০ স্কোয়্যার ইয়ার্ড নিয়েই রায় দেওয়া হয়েছে৷ ২.৭৭ একর জমি নয়৷'
আরও ভিডিও: রবিবার সকালের অযোধ্যা, দেখুন
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Verdict: ২.৭৭ একর নয়, অযোধ্যায় ঠিক কতটুকু জমি নিয়ে এত বড় মামলা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement