Ayodhya Ram Mandir: রাম মন্দিরে রামলালা-র প্রাণ প্রতিষ্ঠার দিনে ত্রিপুরার মন্দিরে মন্দিরে শুরু ‘বড় কাজ’

Last Updated:

Ayodhya Ram Mandir: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাতাবাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে স্বচ্ছতা অভিযান মুখ্যমন্ত্রী মাণিক সাহার। 

রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে আগরতলায় এই ঘটনা
রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে আগরতলায় এই ঘটনা
আগরতলা:  অবশেষে উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রতিষ্ঠা হতে চলেছে রাম লালার প্রাণ। দেরিতে হলেও দেশবাসীর ৫০০ বছরের আশা আকাঙ্খা পূর্ণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে দেশের সকল মন্দির ও ধর্মীয় স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। গত ১৪ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে।
উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে  উদয়পুরের মাতাবাড়ি, কসবা কালিবাড়ি মন্দির সহ একাধিক ধর্মীয় স্থানে সাফাই কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন আগরতলার আনন্দময়ী কালীবাড়ি ও লক্ষীনারায়ণ বাড়ি মন্দির চত্বরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। আগরতলায় এসকল কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার রত্না দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা।
advertisement
advertisement
দিন আর নয়। এখন শুধু ঘণ্টা আর মুহূর্তের অপেক্ষা মাত্র। ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে পূর্ব নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক রাম মন্দিরের। আর এই উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৪ জানুয়ারি থেকে সারা দেশে একযোগে চলছে মন্দির সহ ধর্মীয় স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী বলেন, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা দেশ সহ ত্রিপুরাও রামময় হয়ে উঠেছে। আমরা সবসময় রাম রাজ্যের কথা বলি। সেই দিশায় চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রীও। রাম যেভাবে শাসন চালিয়েছেন সেভাবেই যাতে দেশ শাসন করা যায় সেই দিশায় কাজ চলছে।
advertisement
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গত ১৪ জানুয়ারি থেকে সারা রাজ্যে মন্দির ও ধর্মীয় স্থানে একযোগে স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এমন একটা কর্মসূচিতে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এরই অংশ হিসেবে এদিন রাজধানীর লক্ষী নারায়ণবাড়ি ও আনন্দময়ী কালীবাড়িতে সাফাই অভিযানে অংশ নিয়ে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন মুখ্যমন্ত্রী, মেয়র সহ অন্যান্য নেতৃবর্গ। সেই সঙ্গে কসবা কালিবাড়ি মন্দির ও উদয়পুর মাতাবাড়ি মন্দিরে স্বচ্ছতা অভিযান করা হয়।
advertisement
এর পাশাপাশি আজ রাজধানীর দুর্গাবাড়িতে যজ্ঞের আয়োজন করে রাম লালা জির উদ্দেশ্যে পুজো দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Ram Mandir: রাম মন্দিরে রামলালা-র প্রাণ প্রতিষ্ঠার দিনে ত্রিপুরার মন্দিরে মন্দিরে শুরু ‘বড় কাজ’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement