অবশেষে উদ্ভবের ঠাকরের মানভঞ্জনে অমিত শাহ, দীর্ঘ বৈঠক দু'নেতার

Last Updated:

অবশেষে দেখা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ৷ বহু প্রতীক্ষিত এই বৈঠকের প্রেক্ষাপটই ছিল ২০১৯ লোকসভা নির্বাচন

#মুম্বই: অবশেষে দেখা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ৷ বহু প্রতীক্ষিত এই বৈঠকের প্রেক্ষাপটই ছিল ২০১৯ লোকসভা নির্বাচন ৷ বর্তমানে অমিত শাহ দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষের সঙ্গে দেখা করছেন ৷
এদিনও তিনি সেই সূত্রেই দেখা করেছিলেন শিবসেনা প্রমুখ উদ্ভব ঠাকরের সঙ্গে ৷ দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট পর্যন্ত বৈঠক হয়েছে ৷ অমিত শাহের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ তবে অমিত শাহ ও উদ্ভব ঠাকরের বৈঠকের সময়ে বাইরে অপেক্ষারত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷
বলাই বাহুল্য পালঘর লোকসভা উপনির্বাচনের বিজেপির কাছে শিবসেনা পরাজিত হওয়ার পরেই দূরত্ব বাড়তে থাকে শিবসেনা ও বিজেপির ৷ শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সব নির্বাচনেই একা লড়বে দল ৷ ঠিক তখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন অমিত শাহ ও উদ্ভব ঠাকরের বৈঠকের সামনে তিনি উপস্থিত থাকবেন না ৷ দীর্ঘ চাপান উতোরের পরেই এই বৈঠক ৷ তাই সবারই নজর ছিল এই বহু প্রতীক্ষিত বৈঠকের দিকে ৷
advertisement
advertisement
সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ 'সম্পর্ক ফর সমর্থন' এর প্রচারে আছেন ৷ গতকালই তিনি মাধুরী দীক্ষিত, রতন টাটা ও লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেছেন ৷ এখন দেখার বিষয় আদৌ কি শিবসেনার মানভঞ্জন করা সম্ভব হবে কি না ? সময়ই বলবে শেষ কথা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে উদ্ভবের ঠাকরের মানভঞ্জনে অমিত শাহ, দীর্ঘ বৈঠক দু'নেতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement