Global Mobility Summit: 'স্বনির্ভর ব্যবসায় শীর্ষে ভারত', নরেন্দ্র মোদি
Last Updated:
স্বনির্ভর ব্যবসা-বাণিজ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারত ও এই সমৃদ্ধিকে অনেকাংশেই ত্বরান্বিত করেছে জিএসটি, প্রথম গ্লোবাল মোবিলিটি সামিটে এই মর্মেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
#নয়াদিল্লি: স্বনির্ভর ব্যবসা-বাণিজ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারত ও এই সমৃদ্ধিকে অনেকাংশেই ত্বরান্বিত করেছে জিএসটি, প্রথম গ্লোবাল মোবিলিটি সামিটে এই মর্মেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মোদি জানিয়েছেন বিশ্বের অনেক দেশই স্টার্টআপ স্বনির্ভরতার দিকে এগিয়ে গিয়েছে ও ভারত তাদের মধ্যে শীর্ষে রয়েছে । তাঁর মতে জিএসটি প্রবর্তনের ফলের পণ্য সরবরাহের ধারাবাহিকতার অনেক উন্নতি হয়েছে । বাণিজ্য ক্ষেত্রেই পুরনো ধারার পরিবর্তন ঘটে নতুন ধারা আসছে, জানিয়েছেন মোদি ।
Indeed, India is on the MOVE. Our economy is on the MOVE. We are the world’s fastest-growing major economy. Our cities and towns are on the MOVE. We are building 100 smart cities. Our infrastructure is on the MOVE. We are speedily building roads, airports, rail lines & ports: PM pic.twitter.com/VqJc6Nv2H2
— ANI (@ANI) September 7, 2018
advertisement
advertisement
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন নিয়েও মতামত দিয়েছেন মোদি। পরিচ্ছন্ন শক্তির উৎস ও গতিশীলতা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় । পরিষ্কার পরিবেশ মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটাতেও সাহায্য করে । 'ক্লিন কিলোমিটার' পরিকল্পনাকেও সঠিকভাবে প্রয়োগ করা জরুরী, জানিয়েছেন মোদি।
advertisement
তিনি আরও জানিয়েছেন দেশের প্রত্যেকটি মানুষের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ বাস করার অধিকার রয়েছে । সাধারণ জনজীবনে সরকারি যানবাহন অত্যন্ত জরুরী ।
advertisement
সবশেষে মোদি জানিয়েছেন দেশের অর্থনীতি এগিয়ে চলেছে । বিশ্বের উন্নততম অর্থনীতিগুলির মধ্যে একটি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে ভারত । ১০০টি স্মার্ট সিটি গঠন করার কাজ চলছে । সড়ক, বিমানবন্দর, রেলপথ-সবরকম পরিকাঠামোর দিক দিয়ে ভারত এগিয়ে চলেছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2018 2:29 PM IST