আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রচার স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনের সহায়ক হবে গুগল

Last Updated:
#নয়াদিল্লি: পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের রাজনৈতিক প্রচারে স্বচ্ছতা আনতে এবার প্রস্তুতি নিচ্ছে গুগল । দুনিয়া জুড়ে ফেক নিউজের ফলে বাড়ছে অপ্রীতিকর ঘটনা, এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক মহলও ।
এবিষয়ে একটি নতুন আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে যেখানে অনলাইনে দেওয়া বিজ্ঞাপনের স্পনসর অর্থাৎ বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ হচ্ছে এই সব তথ্যও তুলে ধরা হবে । এছাড়াও কোন দর্শকদের জন্য এই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই তথ্যও থাকবে অনলাইনে ।
গুগলের মুখপাত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন সমগ্র বিষয়টি আপাতত আলোচনার স্তরে রয়েছে । তিনি আরও জানিয়েছেন ভুয়ো ও ভ্রান্তিমূলক খবরের প্রচার আটকাতে ভারতের নির্বাচন কমিশনকে সবরকম সহায়তা করবে গুগল । গুগল ও ট্যুইটারের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ও যাতে আসন্ন নির্বাচনের আগেই এই পদ্ধতি কার্যকর করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে । আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত প্রচারমাধ্যমগুলিতে ভুয়ো খবর ও আপত্তিকর খবরের দিকেও নজর রাখা হবে ও প্রয়োজনে তা ব্লক করে দেওয়াও হতে পারে ।
advertisement
advertisement
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন আসন্ন । এই রিপোর্টে তারা সম্মতি জানিয়েছে । ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে কোনওরকম প্রচারমূলক বিজ্ঞাপন অনলাইনে যাবে না, এই প্রস্তাবও সায় দিয়েছে রাজ্যগুলি ।
বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রচার স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনের সহায়ক হবে গুগল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement