Assembly Election 2024: সিকিম অরুণাচল প্রদেশে ভোট গণনার দিনে বদল! কবে কাউন্টিং? নতুন দিন জানিয়ে দিল কমিশন

Last Updated:

Assembly Election 2024: শনিবারই সাংবাদিক বৈঠকে লোকসভা ভোটের পাশাপাশি চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

সিকিম অরুণাচল প্রদেশে ভোট গণনা
সিকিম অরুণাচল প্রদেশে ভোট গণনা
নয়াদিল্লি: শনিবারই সাংবাদিক বৈঠকে লোকসভা ভোটের পাশাপাশি চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে। সেদিন সাংবাদিক বৈঠকে ৪ জুন গণনার কথা বলা হলেও এবার সিকিম এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বদলে গেল বিধানসভা নির্বাচনের কাউন্টিংয়ের তারিখ। আজ নতুন করে জানিয়ে দেওয়া হল আগামী ২রা জুন হবে কাউন্টিং।
প্রসঙ্গত, গতকালই সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে কমিশন জানিয়েছিল সারা দেশের লোকসভার ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে এই দুই রাজ্য বিধানসভার, অর্থাৎ তারিখটি হল ৪ জুন। অথচ বিধানসভার মেয়াদ উর্তীর্ণের সময়কাল অনুযায়ী দেখা যাচ্ছে ওইদিন গণনা হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। কারণ দুই রাজ্যেই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন।
advertisement
তাই আজ তড়িঘড়ি কমিশন জানিয়ে দেয় ৪ জুন নয়, দুই বিধানসভার ভোট গণনা হবে ২ জুন। কারণ জনপ্রতিনিধিত্ব আইন মোতাবেক, বিধানসভার ওই দিনের মধ্যেই বিধানসভার নয়া সদস্যদের নাম বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে জারি করাই নিয়ম।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election 2024: সিকিম অরুণাচল প্রদেশে ভোট গণনার দিনে বদল! কবে কাউন্টিং? নতুন দিন জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement