Assembly Elections 2023: 'কংগ্রেসকে নকল করে...' ভোটের মুখেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বাঘেল!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উদ্দেশ্যে তোপ দেগেছিলেন৷ এবার কেন্দ্র সরকারেকে একহাত নিলেন কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ছত্তিশগড়৷ কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উদ্দেশ্যে তোপ দেগেছিলেন৷ এবার কেন্দ্র সরকারেকে একহাত নিলেন কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
‘‘কংগ্রেসকে নকল করে গ্যারান্টির কথা বলছে বিজেপি৷ কিন্তু কৃষকদের ব্যপারে কোনও কথাই বলে না, কেন্দ্র সরকারই বোনাসে আটকেছে। ঋণের কথা হচ্ছে না, ওপিএসের কথা হচ্ছে না। কেন্দ্র সরকারই বোনাস বন্ধ করেছে, এবার কি ওরাও ফিরিয়ে নেবে?’’ অমিত শাহের মন্তব্য বিরোধিতা করে বলেন ভূপেশ বাঘেল।
#WATCH | On BJP’s manifesto for the State elections, Chhattisgarh CM Bhupesh Baghel says, “They copied Congress’ guarantees. They didn’t talk about (farmers’) loan waiver, didn’t talk about OPS, and Central government stopped bonus, now will they take it back?…”
On Amit Shah’s… pic.twitter.com/owaby9Ae7G
— ANI (@ANI) November 3, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের ঠিক দু’দিন আগে মাওবাদী হামলায় কুপিয়ে খুন বিজেপি নেতা, ছত্তীসগড়-মিজোরামে আজ শেষবেলার প্রচার
পাশাপাশি, বিজেপি নেতার ‘জেলে যাওয়ার’ মন্তব্য নিয়েও সোচ্চার মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন,‘‘ওঁদের উচিত প্রথমে রমেন সিংহকে গ্রেফতার করা৷ তারপর আসবে রমেন সিংহের ছেলে অর্জুন সিংহের নাম৷’’
নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ছত্তিশগড়ের বাতাস৷ কিছুদিন আগেই ছত্তিশগড়ের নির্বাচনে উঠে এসেছিল মহাদেব বেটিং অ্যাপের প্রসঙ্গও৷ বেটিং অ্যাপের টাকাগুলি নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে বলে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 1:59 PM IST