Assembly Election 2023 Poll of polls: পোল অফ পোলসে মধ্যপ্রদেশ-রাজস্থানে এগিয়ে বিজেপি, তেলঙ্গানা-ছত্তিশগড় কংগ্রেসের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Assembly Election 2023 Poll of polls: আগামী ৩ ডিসেম্বর একসঙ্গে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।
নয়াদিল্লি: আর কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট। তার আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্য প্রদেশ, মিজোরাম ও তেলাঙ্গানার বিধানসভা নির্বাচন থেকে যে আভাস মিলবে, তাতে নতুন করে অঙ্ক কষা শুরু করবে বিজেপি, কংগ্রেস সহ বাকি দল। সেই দিক থেকে এই পাঁচ রাজ্যের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। লোকসভার আগে এই নির্বাচন কার্যত সেমিফাইনালের মতো। আর সেই সেমিফাইনালে যা এক্সিট পোল আসছে, তাতে বিজেপি কংগ্রেসের কড়া টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ ডিসেম্বর একসঙ্গে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। এক্সিট পোল থেকে আভাস মিলতে পারে যে কোন রাজ্যে কোন দল বাজিমাত করতে পারে। তবে সেটাই যে একেবারে ধ্রুবসত্য হবে, এমনটা নয়। অতীতে বহুবার এক্সিট পোল মেলেনি। তবে, এক্সিট পোলের গুরুত্ব রাজনৈতিক মহল দিয়েই থাকে। দেখে নিন, এক্সিট পোল কী বলছে…
রাজস্থানের ভোটের সমীক্ষায় পোল অব পোলের সমীক্ষায় বিজেপিকে ১১১টি আসন, কংগ্রেসকে ৭৪টি এবং অন্যান্যদের ১৪টি আসন দেওয়া হয়েছে। রাজস্থান বিধানসভায় আসন-সংখ্যা ২০০। তবে ভোটগ্রহণ আপাতত হল ১৯৯টি আসনে। রাজস্থান বিধানসভার ম্যাজিক ফিগার ১০১। তবে আপাতত দরকার ১০০টি আসন। বুথ ফেরত সমীক্ষায় এখনও পর্যন্ত রাজস্থানে কংগ্রেসকেই এগিয়ে রাখছে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার ফলাফল। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থাকবে অশোক গেহলটের কংগ্রেস। পাবে ৮৬ থেকে ১০৬ আসনে জয়, এই সমীক্ষা অনুযায়ী বিজেপি সেখানে পাবে ৮০ থেকে ১০০ আসনে জয়। অন্যান্যদের হাতে থাকবে ৯থেকে ১৮ টি আসন।
advertisement
advertisement
এদিকে, দৈনিক ভাস্কর-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্য প্রদেশে BJP পেতে পারে ৯৫ থেকে ১১৫টি আসন। কংগ্রেস পেতে পারে ১০৫ থেকে ১২০টি আসন। রিপাবলিকের বুথফেরত সমীক্ষা বলছে, মধ্য প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই দুই পক্ষে। BJP পেতে পারে ১১৮ থেকে ১৩০ আসন। কংগ্রেস পেতে পারে ৯৭ থেকে ১০৭ আসন। পোল অফ পোলের সমীক্ষাতেও মধ্য প্রদেশে এগিয়ে বিজেপি।
advertisement
এক্সিট পোলের যা ফল আসছে, তাতে ছত্তিশগড়ে দেখা গিয়েছে, কংগ্রেস ও বিজেপির মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই৷ এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলে দেখা গিয়েছে, সেখানে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ বলা হয়েছে, ৪০ থেকে ৫০টি আসন পেতে চলেছে কংগ্রেস, বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন৷ এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলে দেখা গিয়েছে, সেখানে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ বলা হয়েছে, ৪০ থেকে ৫০টি আসন পেতে চলেছে কংগ্রেস, বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন৷
advertisement
আরও পড়ুন: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল- ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস, তবে লড়াই হাড্ডাহাড্ডি
মাই ইন্ডিয়াতে বলা হয়েছে, এ বার বিজেপির উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে মহিলা ভোটারের সংখ্যা৷ কংগ্রেসে বাড়তে পারে পুরুষ ভোটারের সংখ্যা৷ পোল অফ পোলসে বলা হয়েছে, ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৭টি আসন, বিজেপি পেতে পারে ৪০টি আসন, অন্যরা পেতে পারে তিনটি আসন৷ স্পষ্ট করে বোঝা যাচ্ছে ছত্তিশগড়ে পাল্লা ভারি হয়ে রয়েছে কংগ্রেসের৷ ভূপেশ বাঘেলের নেতৃত্বে তৈরি সরকারই নতুন করে ক্ষমতায় ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে এক্সিট পোলে৷
advertisement
তেলেঙ্গানায় পোল অফ পোলসে-র সমীক্ষা অনুযায়ী, ২০২৩ বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় বিআরএস পেতে পারে ৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৫৬টি আসন। এর বাইরে বিজেপির খাতাতেও কিছু আসন আসতে পারে। বিজেপি ৫ থেকে ১০ টি আসন পেতে পারে। বাকি দলগুলি ৬ থেকে ৮টি পেতে পারে। জন কী বাতের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ৪৮ থেকে ৬৪টি আসন। বিআরএস পেতে পারে ৪০ থেকে ৫৫টি আসন। বিজেপির খাতায় আসতে পারে ৭-১৩টি আসন। এআইএমআইএম পেতে পারে ৪-৭টি আসন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 7:39 PM IST