Assam Aadhaar Card Update: প্রাপ্তবয়স্কদের আর আধার কার্ড নয়, সিদ্ধান্ত অসম সরকারের! কারণ জানালেন হিমন্ত বিশ্বশর্মা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসসি, এসটি এবং চা বাগান শ্রমিকদের যাঁদের আধার কার্ড নেই তাঁদের এই পরিচয়পত্র তৈরি করে নিতে আরও এক বছর সময় দেওয়া হবে৷
প্রাপ্তবয়স্কদের নতুন আধার কার্ড দেওয়া বন্ধ করে দিল অসম সরকার৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা৷ তবে তফশিলি জাতি, উপজাতি এবং চা বাগানের শ্রমিকদের আধার কার্ড করিয়ে নেওয়ার জন্য আরও এক বছর সময় দেওয়া হবে৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড না পায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমে এই মুহূর্তে মোট জনসংখ্যার তুলনায় ১০৩ শতাংশ আধার কার্ড বণ্টন হয়ে গিয়েছে৷ যদিও তফশিলি জাতি, উপজাতি এবং চা শ্রমিকদের মধ্যে আধার কার্ড বিলির হার ৯৬ শতাংশ৷
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ গত বছরই আমরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢুকে আসা বহু বাংলাদেশিকে গ্রেফতার করেছি৷ সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকা বহু বাংলাদেশিকে আমরা নিয়মিত গ্রেফতার করছি৷ গতকালও আমরা সাতজনকে ফেরত পাঠিয়েছি৷ তাই বেআইনি ভাবে ভারতে এসে যাতে কেউ আধার কার্ড তৈরি করে ভারতীয় সেজে বসবাস করতে না পারে, তা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি৷’
advertisement
advertisement
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসসি, এসটি এবং চা বাগান শ্রমিকদের যাঁদের আধার কার্ড নেই তাঁদের এই পরিচয়পত্র তৈরি করে নিতে আরও এক বছর সময় দেওয়া হবে৷ এর বাইরে অন্য কোনও শ্রেণির কেউ আধার কার্ড করাতে চাইলে তাঁদের সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে৷ ব্যতিক্রমী ক্ষেত্রে জেলা কমিশনারের কাছে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে৷ সেই আবেদনের ভিত্তিতে স্পেশ্যাল ব্রাঞ্চ, ফরেনার্স ট্রাইবুনালের রিপোর্ট খতিয়ে দেখার পরই নতুন আধার কার্ড দেওয়া হবে৷
advertisement
গত মাসেই মন্ত্রিসভার একটি বৈঠকের পর হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন যে অসমে প্রাপ্তবয়স্কদের নতুন আধার কার্ড শুধুমাত্র জেলা কমিশনারদের মাধ্যমেই দেওয়া হবে৷ তাঁর দাবি ছিল, এই পদক্ষেপ করলে বাংলাদেশিদের আধার কার্ড পাওয়া কঠিন হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 3:38 PM IST