Assam Girl In Adult Film: আমেরিকার অ্যাডাল্ট ছবিতে অসমের তরুণী? প্রাক্তন প্রেমিকার উপরে ভয়ঙ্কর প্রতিশোধ, জালে ইঞ্জিনিয়ার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তাঁর মুখ ব্যবহার করে এই ধরনের মিথ্যে প্রচার এবং অপবাদ দেখে ডিবরুগড়ে পুলিশের কাছে অভিযোগ জানায় প্রতীমের প্রাক্তন প্রেমিকা৷
আমেরিকার পর্ন ছবির দুনিয়ায় পা রাখলেন অসমের তরুণী৷ গত কয়েকদিন ধরেই এক তরুণীর ছবির সঙ্গে এমন তথ্য দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট ঘুরছিল৷ শেষ পর্যন্ত জানা গেল, ওই ছবি আসলে পুরোটাই ভুয়ো৷ নিজের প্রাক্তন প্রেমিকার মুখ ব্যবহার করে এআই-এর সাহায্যে ওই চরিত্রটি তৈরি করেছেন অসমের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার৷
শুধু তাই নয়, প্রথমে নিজের প্রেমিকার উপরে নিছক বদলা নেওয়ার জন্য তাঁর মুখ ব্যবহার করলেও পরবর্তী সময় ওই ভার্চুয়াল চরিত্রকে ব্যবহার করে পর্ন ছবি, ভিডিও বানিয়ে রীতিমতো মোটা টাকা উপার্জন করছিলেন প্রতীম বোরা নামে অসমের ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতারও করেছে পুলিশ৷ এআই-এর অপব্যবহারের আদর্শ উদাহরণ হিসেবে দেখা যেতে পারে অসমের এই ঘটনাকে৷
advertisement
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজের প্রাক্তন প্রেমিকার মুখ বসিয়ে করে এআই সফটওয়্যার বেবিডল অর্চিতা নামে একটি পর্ন চরিত্র তৈরি করেন প্রতীম৷ এর পর সেই এআই সফটওয়্যার ব্যবহার করে নিজের প্রাক্তন প্রেমিকার মুখ ব্যবহার করা ওই চরিত্রের অশ্লীল ছবি, ভিডিও বানিয়ে পর্ন ওয়েবসাইটে আপলোড করতে শুরু করেন তিনি৷ ওই চরিত্রকে আসল ভেবে নেয় দর্শক৷ দ্রুত জনপ্রিয়তা লাভ করে বেবিডল অর্চি নামে ওই প্রোফাইল৷ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, অসমের বাসিন্দা ওই তরুণী আমেরিকার পর্ন সিনেমার জগতে পা রাখছেন৷ এমন কি, এআই সফটওয়্যার ব্যবহার করে পর্ন তারকা কেন্দা লাস্টের সঙ্গেও বেবিডল অর্চি নামে ওই চরিত্রের একটি ছবি বানিয়ে ফেলেন প্রতীম৷ যার সূত্রে ওই প্রোফাইলটি আরও জনপ্রিয়তা লাভ করে৷ এমন কি, কেন্দ্রা লাস্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ছবি শেয়ারও করেন৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ২০২০ সালে ইনস্টাগ্রামে বেবি ডল অর্চি নামে এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়৷ এই মুহূর্তে যার ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ লক্ষ৷ ওই প্রোফাইলে ঢুকলেই ভিতরে থাকা লিঙ্কের মাধ্যমে এআই ব্যবহার করে তৈরি করা পর্ন ভিডিও, ছবি দেখা যেত৷ তার জন্য অবশ্যই নির্দিষ্ট মূল্য দিতে হত৷
নিজের প্রেমিকার মুখ বসানো ওই ভার্চুয়াল চরিত্রকে বিশ্বাসযোগ্য করতে ভিডিওগুলির মধ্যে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরের দৃশ্যও ব্যবহার করেন প্রতীম৷ কেন্দ্রা লাস্ট বেবিডল অর্চি নামে ওই চরিত্রের সঙ্গে নিজের ছবি শেয়ার করার পর প্রোফাইলটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়৷ কয়েক দিনের মধ্যে ৮২ হাজার থেকে বেড়ে প্রোফাইলটির ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ লক্ষে পৌঁছে যায়৷ মিডডিজনি এআই, ডিজায়ার এআই, ওপেনআর্ট এআই-এর মতো সফটওয়্যার ব্যবহার করে এই ছবি এবং ভিডিওগুলি তৈরি করা হয়৷ এই চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে গল্পও ফাঁদে প্রতীম৷ বেবিডল অর্চি নামে ওই চরিত্রের মুখে গল্প বসায় সে৷ নিজের ফলোয়ারদের সে জানায়, ছ বছর ধরে দিল্লির নিষিদ্ধপল্লিতে সে আটকে পড়েছে৷ সেখান থেকে বেরনোর জন্য তার ২৫ লক্ষ টাকা প্রয়োজন৷
advertisement
শেষ পর্যন্ত তাঁর মুখ ব্যবহার করে এই ধরনের মিথ্যে প্রচার এবং অপবাদ দেখে ডিবরুগড়ে পুলিশের কাছে অভিযোগ জানায় প্রতীমের প্রাক্তন প্রেমিকা৷ অভিযোগ পাওয়ার পরই প্রতীম বোরা নামে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে পুলিশ৷ ডিবরুগড় পুলিশের এসএসপি সিজল আগরওয়াল জানিয়েছেন, এআই সফটওয়্যার ব্যবহার করেই ওই ভুয়ো ভিডিও এবং ছবিগুলি ছড়িয়ে দেওয়া হয়েছিল৷ বিভিন্ন এজেন্সির কাছ থেকে এই সংক্রান্ত তথ্যও পুলিশ চেয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷ তিনি জানিয়েছেন, অভিযোগকারিণী এবং অভিযুক্ত পূর্ব পরিচিত৷ তাঁরা একসঙ্গে পড়াশোনা করত৷
advertisement
ধৃত প্রতীম বোরার কাকা জানিয়েছেন, আগে ওই যুবক দিল্লিতে চাকরি করতেন৷ কিন্তু বর্তমানে তিনি বাড়ি থেকেই কাজ করছিলেন৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, নিজের প্রাক্তন প্রেমিকার মুখ ব্যবহার করে ছবি-ভিডিও তৈরি করে অন্তত ১০ লক্ষ টাকা উপার্জন করেছেন প্রতীম৷ তাঁর ক্রেডিট, ডেবিট কার্ড সহ ব্যাঙ্ক লেনদেনের তথ্যও পুলিশ খতিয়ে দেখছে৷ যদিও তদন্তকারীদের ধারণা আসল অঙ্কটা এর থেকে অনেক বেশি৷ কারণ যেভাবে পর্ন তারকা কেন্দ্রা লাস্ট ওই এআই চরিত্রের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন, তার পিছনেও প্রচুর টাকা প্রতীম খরচ করেছেন বলে মনে করছেন তদন্তকারীরা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 7:50 PM IST