Taj Mahal: মাটির তলায় লুকিয়ে আছে ২২টি কুঠুরি! তাজমহল নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করল এএসআই
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Taj Mahal: এই ছবিগুলি প্রকাশ করে এএসআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, যে দিকে নদী, সেই দিকের স্থাপত্যের রক্ষণাবেক্ষণের জন্য এই কুঠুরিগুলি খোলা হয়েছিল।
#নয়াদিল্লি: তাজমহলের যে কাঠামো সাধারণ মানুষ দেখতে পান খালি চোখে, শুধু সে-টুকুই নয়, সেই ঐতিহাসি স্থাপত্যের ভিতরেও আছে অনেক অজানা ইতিহাস, আছে না জানা কথা। তেমনই তাজমহলের এক অজানা ইতিহাস প্রকাশ করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়, যে মামলায় দাবি করা হয় তাজমহলের স্থাপত্যের ইতিহাস নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হোক ও কুঠুরি খোলা হোক। সেই মামলায় আপাতত গোটা বিষয়টিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। এএসআই জানিয়েছে, আদালতের এই স্থগিতাদেশের আগে রক্ষণাবেক্ষণের জন্য এই কুঠুরিগুলি খোলা হয়েছিল, সেগুলির ছবিই প্রকাশ করা হল।
Click on the link to download/view the January issue of @ASIGoI's Newsletter.https://t.co/tIJmE46UR4 pic.twitter.com/UKWsTA2nPZ
— Archaeological Survey of India (@ASIGoI) May 9, 2022
advertisement
এই ছবিগুলি প্রকাশ করে এএসআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, যে দিকে নদী, সেই দিকের স্থাপত্যের রক্ষণাবেক্ষণের জন্য এই কুঠুরিগুলি খোলা হয়েছিল। আগের প্লাস্টার ফেলে দিয়ে নতুন করে, বিশেষ নিয়ম মেনে নতুন প্লাস্টার করা হয়েছে। এএসআই-এর জানুয়ারি ২০২২ সালের নিউজলেটারে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।
advertisement
আদালতের লখনউ বেঞ্চে আবেদনকারী রজনিশ সিংহের করা তাজমহল সম্পর্কিত মামলাটি প্রথম ওঠে। ১২ মে মামলার শুনানিতে আদালত বলে, এই জনস্বার্থ মামলাটি দায়সারা ভাবে আদালতে রুজু করা হয়েছে। সেই নিয়ে আবেদন খারিজও করে দেয়। যদিও তা নিয়ে বিতর্ক চলতেই থাকে। তাজমহল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এই গোটা স্থাপত্যে কম-বেশি ১০০টি কুঠুরি রয়েছে, যা সাধারণ মানুষ দেখতে পান না। নিরাপত্তার কারণে সেটি দেখা যায়না। তবে আবেদনারী বলেছিলেন এর মধ্যে ২২টি কুঠুরি চিরকালের জন্য বন্ধ থাকে। যদি তাজমহলের তরফ থেকে বলা হয়, এটিতে তথ্যগত ত্রুটি রয়েছে। সারাই ও মেরামতের জন্য ঘোর খোলা হয়।
advertisement
তাজমহল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, যে ছবিগুলি আপনারা দেখছেন, এগুলি ২০২১ সালের ডিসেম্বর মাসের সময় তাজমহল সংস্কারের কাজ চলাকালীন বানানো। সেদিনের পর অবশ্য অনেক কাজই হয়েছে, এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 4:02 PM IST