Firhad Hakim: ভোট পরবর্তী হিংসা নিয়ে ফিরহাদের নয়া দাবি, ক্ষোভে ফুঁসছে বিজেপি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আগামী বুধবার পরেশ পালকে তলব করা হয়েছে৷
#কলকাতা: ভোট-পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। ওই মামলায় বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে সিবিআই তলব করেছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''কোর্ট একটা উদ্দেশ্য নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে, যাতে সত্য উদঘাটিত হয়। কিন্তু যখন সেটা সিবিআইয়ের হাতে যায়, বলা হয় যে কেন আমরা সিবিআই এর বিরোধিতা করছি? আমরাও তো চাই যে দোষীদের শাস্তি হোক। কিন্তু যখন পলিটিক্যাল নেতাদের দ্বারা সিবিআইকে চালনা করা হয়। আমরা সেটাই বিরোধিতা করছি। ভোট পরবর্তী হিংসা হতেই পারে, কিন্তু যখন পলিটিক্যাল নেতা-নেত্রীদের ধরে টানাটানি করা হয়, নিশ্চিত ভাবে আমাদের আপত্তি থাকে।''
শুধু তাই নয়, ফিরহাদের দাবি, ''ভোটের এক বছর পর যখন বিজেপি কর্মীরা ঘরে ফিরতে চাইছে তাদের অভিযোগ যে তার পরেও তাদের মাঠে থাকতে হচ্ছে এই বিষয়ে বলেন, এটা হচ্ছে বিজেপি-র একটা নাটক আর সেই নাটকটি হল পশ্চিমবঙ্গে এরকম কেউ নেই যে ঘর ছাড়া হয়ে রয়েছে। অন্য কোনও ক্রিমিনাল রেকর্ড ঘরছাড়া থাকলে সেটা আলাদা বিষয়। কিন্তু কোন রাজনৈতিক কর্মী ঘরছাড়া হয়ে রয়েছে। এটা বাংলায় নেই।''
advertisement
advertisement
এদিকে, এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আগামী বুধবার পরেশ পালকে তলব করা হয়েছে৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের ঘটনায় তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে৷
advertisement
ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগেরও তদন্ত শুরু করেছে সিবিআই৷ নিহতের দাদা বিশ্বজিৎ সরকার বার বারই এই ঘটনায় পরেশ পাল জড়িত বলে অভিযোগ করেছেন৷ এই অভিযোগ তুলে কয়েকদিন আগে তিনি সিবিআই দফতরের বাইরে ধর্নাতেও বসেছিলেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2022 8:09 PM IST