আমার রাজ্যে যা হয়েছে, তারপর আর কংগ্রেস সভাপতি পদে লড়ব না, বললেন অশোক গেহলট

Last Updated:

কেন তাঁর এই সিদ্ধান্ত!

#নয়াদিল্লি: কংগ্রেসের অন্দরে রাজনৈতিক সংকট চলছেই। রাজস্থান নিয়ে কংগ্রেসের অন্দরেই চলছে ঝামেলা। আর সম্প্রতি সেই বিষযে আরও ঘি দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর আসন্ন কংগ্রেসের সভাপতি নির্বাচনে লড়াই করার কথা। তিনি কংগ্রেসের সভাপতি পদে বসতে পারেন, এমনটা আন্দাজ করার পরেই রাজস্থান কংগ্রেসের অন্দরে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কেই ঘি দিলেন অশোক গেহলট। তিনি বললেন, কংগ্রেসের সভাপতি পদে তিনি লড়াই করবেন না।
কেন তাঁর এই সিদ্ধান্ত! তিনি বলছেন, তাঁর রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কারণ তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে কংগ্রেস সভাপতি পদের দিকে এগিয়ে যাওয়া৷ সেই কারণেই বিধায়করা বেঁকে বসেছেন৷ সেই কারণেই সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, কংগ্রেস হাই কম্যান্ডকে নাক গলাতে হয়েছে৷ এই গোটা কাণ্ডের দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েই তিনি বলেছেন কংগ্রেসের সভাপতি পদে তিনি লড়তে চান না৷ যদিও তা নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কী বক্তব্য, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
আরও পড়ুন: গার্ডেনরিচে খাটের তলার টাকা উদ্ধারের ঘটনায় বড় অভিযানে কলকাতা পুলিশ! প্রকাশ্যে মারাত্মক তথ্য
এদিকে এই পরিস্থিতির আগেই ট্যুইট করে দ্বিগ্বীজয় সিংকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি পদের অপর প্রার্থী শশী থারুর৷ তিনি বন্ধুত্বপূর্ণ এক লড়াইয়ের কথা বলেছেন থারুর৷ তিনি বলেছেন, আমাদের লড়াই একই দলের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ লড়াই, গান্ধী ও নেহেরুর আদর্শের পথে এগিয়ে যাওয়ার লড়াই৷ আমরা চাই, যে মানুষটিই জয়লাভ করুক, তাঁর হাতে যেন কংগ্রেসের জয় হয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমার রাজ্যে যা হয়েছে, তারপর আর কংগ্রেস সভাপতি পদে লড়ব না, বললেন অশোক গেহলট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement