গার্ডেনরিচে খাটের তলার টাকা উদ্ধারের ঘটনায় বড় অভিযানে কলকাতা পুলিশ! প্রকাশ্যে মারাত্মক তথ্য

Last Updated:

Kolkata Police: এর আগে গেমিং কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রাফতার হয়েছেন পাঁচজন। মোট পাঁচ জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় এই পাঁচজনকে।

বড় অভিযানে কলকাতা পুলিশ
বড় অভিযানে কলকাতা পুলিশ
#কলকাতা: ই-নাগেটস কেসে তল্লাশি অভিযান কলকাতা পুলিশের। সল্টলেক সেক্টর ফাইভে অভিযান চালিয়ে উদ্ধার একাধিক কম্পিউটার। যা সেল্ফ অপারেট বলে দাবি গোয়েন্দাদের। বিদেশ থেকে সার্ভারের মাধ্যমে কম্পিউটারগুলো পরিচালনা হত বলে জানা গেছে। উদ্ধার হয়েছে প্রায় ১৯৫২টি সিম। সূত্রের খবর, প্রতি সিম পিছু করে একটা করে অ্যাকাউন্ট ছিল ই-নাগেটসের। যার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। মোট পাঁচ জায়গাতে অভিযান চলছে। এখনও পর্যন্ত চারজন আটক আছে।
প্রসঙ্গত, এর আগে গেমিং কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রাফতার হয়েছেন পাঁচজন। মোট পাঁচ জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় এই পাঁচজনকে। এর মধ্যে গ্রেফতার হওয়া সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকা। সূত্রের খবর, ধৃতরা হলেন প্রসেনজিৎ সরকার (৩২), রাহুল পাল (৩৭), সমিত মণ্ডল (৩৭), প্রতীর বাজবেই (২৯) ও সোমা নস্কর (২৮)। এই সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বিদেশ থেকে ঢুকত নগদ অর্থ। এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আমির খান সহ বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে যেত। যে সকল ব্যক্তিরা গ্রেফতার হয়েছেন তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দারা। তবে সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকা। এই চারজনের পাশাপাশি আমিরের অফিসের ম্যানেজারকেও গ্রেফতার করেছেন গোয়েন্দা আধিকারিকরা।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়ে বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। আমির খান প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের। ই নাগেটস নামে একটি অনলাইন মোবাইaল গেমিং অ্যাপের মাধ্যমে চলত প্রতারণার কারবার। এই বিশাল অঙ্কের প্রতারণার টাকা কোথায় কোথায় রাখা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গার্ডেনরিচে খাটের তলার টাকা উদ্ধারের ঘটনায় বড় অভিযানে কলকাতা পুলিশ! প্রকাশ্যে মারাত্মক তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement