রাজস্থানে সরকার ফেলতে বিজেপি ১০-১৫ কোটি টাকা করে অফার করছে বিধায়কদের: অশোক গেহলট

Last Updated:

তাঁর অভিযোগ, কংগ্রেস ও নির্দল বিধায়কদের বিজেপি কোটি কোটি টাকা অফার করছে৷ এরকম পরিস্থিতি অটল বিহারী বাজপেয়ীর আমলেও হয়নি৷

#জয়পুর: করোনা ভাইরাস পরিস্থিতি সামলাতে ব্যস্ততা তুঙ্গে৷ এ হেন পরিস্থিতিতেই রাজস্থানে সরকার ফেলে দেওয়ার প্লট তৈরি করছে বিজেপি৷ শনিবার ফের বিজেপি-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ তাঁর অভিযোগ, কংগ্রেস ও নির্দল বিধায়কদের বিজেপি কোটি কোটি টাকা অফার করছে৷ তাঁর কথায়, এই রকম পরিস্থিতি অটল বিহারী বাজপেয়ীর আমলেও হয়নি৷
সাংবাদিক সম্মেলনে গেহলট এ দিন বলেন, 'কী ভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্যে ওরা একটি নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টা করছে, তা এখন মানুষের সামনে৷ যে বিধায়কদের কিনতে চাইছে, তাঁদের ১০ কোটি টাকা করে অ্যাডভান্স দিতে চাইছে৷ সরকার পতনের পরে আরও ১৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিচ্ছে। কিছু বিধায়ককে তো আরও বেশি অফার করছে৷'
advertisement
মধ্যপ্রদেশের উদাহরণ টেনে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, 'অন্য রাজ্যে যে রকম ঘোড়া কেনাবেচা দেখেছি, ওই রকম রাজস্থানে কখনওই হবে না৷ মধ্যপ্রদেশের মতো বিধায়করা এখানে ইস্তফা দেবেন না৷ ওরা গুজরাতেও বিধায়ক কিনেছে৷ যে ভাবে মধ্যপ্রদেশে ছক তৈরি করেছিল, একই রকম ছক রাজস্থানে তৈরির চেষ্টা করছে৷ বাজপেয়ীজির আমলেও এরকম হয়নি৷ ২০১৪ সালের পর থেকেই ওদের দলকে দম্ভ গ্রাস করেছে৷ ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ইডি, সিবিআই, আয়কর বিভাগের অপব্যবহার করছে৷'
advertisement
advertisement
বিজেপি-র বিরুদ্ধে আরও বেশ কিছু রাজ্যের সরকার ফেলার চেষ্টার অভিযোগ তুলে গেহলট বলেন, 'ওরা গোয়া, মণিপুরে এই কাজ করেছে৷ অরুণাচলপ্রদেশে বিধায়ক কিনে সরকার ফেলে দিয়েছে৷ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন৷ একই রকম ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে, যেখানে বর্তমান মন্ত্রিসভায় ৫ জন মন্ত্রী কংগ্রেস থেকে এসেছেন৷ মহারাষ্ট্রে শপথগ্রহণ অনুষ্ঠানই করে ফেলেছিল সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও৷'
advertisement
রাজস্থানে সরকার ফেলার চেষ্টার অভিযোগের তদন্ত করছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ৷ ঘোড়া কেনাবেচা করে কংগ্রেস সরকারে ফেলে দেওয়ার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে শুক্রবারই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বিজেপি যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ রাজস্থানের বিজেপি-র প্রধান সতীশ পুনিয়ার দাবি, দু'জন অপরাধীকে ঘিরে একটি মামলা সাজিয়ে হাস্যকর ঘটনা ঘটাচ্ছে গেহলট সরকার৷ তাঁর মতে গেহলট ও সচিন পাইলটের মতবিরোধ থেকে মানুষের নজর ঘোরাতেই এই সব গল্প ফাঁদা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে সরকার ফেলতে বিজেপি ১০-১৫ কোটি টাকা করে অফার করছে বিধায়কদের: অশোক গেহলট
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement