Asasuddin Owaisi Replies Bilawal Bhutto: 'মাকে কারা খুন করেছিল মনে আছে?' রক্ত বইয়ে দেওয়ার হুঁশিয়ারি বিলওয়াল ভুট্টোর, পাক নেতাকে ধুয়ে দিলেন ওয়াইসি

Last Updated:

পাকিস্তানের যে নেতারা ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছেন, তাঁদেরকেও জবাব দিয়েছেন ওয়াইসি৷ পাকিস্তানি নেতাদের জঙ্গি গোষ্ঠী আইসিস-এর সমর্থক বলেও কটাক্ষ করেন ওয়াইসি৷

পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোকে জবাব আসাদুদ্দিন ওয়াইসির৷
পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোকে জবাব আসাদুদ্দিন ওয়াইসির৷
হায়দরাবাদ: সিন্ধু নদ দিয়ে হয় জল বইবে, নাহলে ভারতীয়দের রক্ত৷ এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন পাক রাজনীতিবিদ বিলওয়াল ভুট্টো জারদারি৷ পাক নেতার এই হুঁশিয়ারির এবার উপযুক্ত জবাব দিলেন এইআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি৷ পাকিস্তান পিপলস পার্টির নেতাকে ওয়াইসির পাল্টা প্রশ্ন, নিজের মা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং দাদু জুলফিকর আলি ভুট্টোকে কারা হত্যা করেছিলেন তা কি ভুলে গিয়েছেন বিলওয়াল?
২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিলওয়াল ভুট্টো৷ এখনও পাকিস্তানের শাসক জোট সরকারের অংশ ভুট্টো এবং তাঁর দল৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি বাতিল ঘোষণা করতেই রীতিমতো হুঁশিয়ারি দেন বিলওয়াল৷ তিনি বলেন, ‘সিন্ধু নদ আমাদেরই ছিল এবং আমাদেরই থাকবে৷ হয় সিন্ধু দিয়ে জল বইবে না হলে ভারতীয়দের রক্ত৷’
advertisement
আরও পড়ুন: ‘অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি!’ পহেলগাঁও কাণ্ডকে ঢাল করে রাজ্যের তকমা ফেরত চান না ওমর
advertisement
বিলওয়াল ভুট্টোর এই মন্তব্যের জবাব দিয়েই আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এই ধরনের শিশুসুলভ কথার কোনও গুরুত্ব নেই৷ উনি কি জানেন না ওঁর মা, দাদুকে কারা মেরেছিল? জঙ্গিরা ওঁর মাকে হত্যা করে৷ ফলে ওঁর অন্তত এই ভাষায় কথা বলা মানায় না৷ আপনি কী বলছেন নিজের কোনও ধারণা আছে? আমেরিকা যতক্ষণ না সাহায্য করে ততক্ষণ আপনাদের দেশ চালানোর ক্ষমতা থাকে না, আবার আমাদের চোখ রাঙাচ্ছেন?’
advertisement
ক্ষুব্ধ ওয়াইসি আরও বলেন, ‘যখন জঙ্গিরা আপনার মাকে গুলি করে মারে, তখন সেটা সন্ত্রাসবাদ৷ আর সেই জঙ্গিরাই যখন আমাদের মা, বোনেদের গুলি করে, তখন কি সেটা সন্ত্রাস নয়?’
পাকিস্তানের যে নেতারা ভারতকে পরমাণু বোমার ভয় দেখাচ্ছেন, তাঁদেরকেও জবাব দিয়েছেন ওয়াইসি৷ তিনি বলেন, ‘দেশে ঢুকে নিরীহ মানুষের হত্যা করলে কোনও দেশই চুপ করে বসে থাকবে না৷ তা সে যে দলই ক্ষমতায় থাকুক না কেন৷ যেভাবে আপনারা আমাদের দেশের উপরে আক্রমণ করেছেন, ধর্ম জিজ্ঞেস করে করে মানুষকে হত্যা করা হয়েছে, তাতে আপনারাই সবথেকে বড় অধার্মিক৷’ পাকিস্তানি নেতাদের জঙ্গি গোষ্ঠী আইসিস-এর সমর্থক বলেও কটাক্ষ করেন ওয়াইসি৷
advertisement
২০০৭ সালের ৩০ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে একটি জনসভা চলাকালীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করা হয়৷ আত্মঘাতী হামলায় মৃত্যু হয় পাকিস্তানের দু বারের প্রধানমন্ত্রী এবং বিলওয়াল ভুট্টোর মায়ের৷ ১৯৭৯ সালে ফাঁসিতে ঝোলান হয় বেনজির ভুট্টোর বাবা এবং পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জুলিফকর আলি ভুট্টোকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Asasuddin Owaisi Replies Bilawal Bhutto: 'মাকে কারা খুন করেছিল মনে আছে?' রক্ত বইয়ে দেওয়ার হুঁশিয়ারি বিলওয়াল ভুট্টোর, পাক নেতাকে ধুয়ে দিলেন ওয়াইসি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement