Partha Chatterjee || রাতেই এইমস ছাড়ছেন পার্থ, মধ্যরাতে ফিরতে পারেন কলকাতায়
- Published by:Rachana Majumder
Last Updated:
Partha Chatterjee || সোমবার সকালেই এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়।
#ভুবনেশ্বর: সোমবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ভুবনেশ্বর এইমস থেকে ছাড়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে৷ সূত্র মারফত জানা যাচ্ছে রাতের ফ্লাইট ধরবেন তিনি৷ পার্থ চট্টোপাধ্যায়ের গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই৷ তাঁকে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷
পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, 'আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পরীক্ষা করেছি, তাঁর রক্ত পরীক্ষাও করা হয়েছে৷ তাঁর বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে৷ থাইরয়েড, কিডনি, ওবেসিটির সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন তিনি৷ তবে এর কোনওটাই গুরুতর নয়৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ এই সব সমস্যার জন্য তিনি অনেকদিন ধরেই ওষুধ খাচ্ছেন৷ কী কী ওষুধ খেতে হবে, তা তাঁকে বলে দেওয়া হয়েছে৷ আমরা তাঁকে খুব শিগগিরই ছুটি দিয়ে দিচ্ছি৷ তাঁর শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টও আমরা হাইকোর্টে জমা দিচ্ছি৷'
advertisement
advertisement
আরও পড়ুন: ED-র র্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
সোমবার সকালেই এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এইমস ভুবনেশ্বরে কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি হয়। যাঁরা পার্থর স্বাস্থ্য পরীক্ষা করেন সোমবার। এদিন বিকেলে এইমসের রিপোর্টে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট জানিয়ে দেওয়া হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 9:26 PM IST