দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় হায়দরাবাদে কেজরি

Last Updated:

দলিত গবেষক-ছাত্র আত্মহত্যার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই উত্তাল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন রোহিত ভেমুলার বাবা-মায়ের সঙ্গেও দেখা করবেন কেজরিওয়াল ৷ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে ৷

#হায়দরাবাদ: দলিত গবেষক-ছাত্র আত্মহত্যার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই উত্তাল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন রোহিত ভেমুলার বাবা-মায়ের সঙ্গেও দেখা করেন কেজরিওয়াল ৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ কেন্দ্রের উপর তোপ দেগে কেজরিওয়াল বলেন রোহিতের মৃত্যুকে কেন্দ্র সরকার জাত-পাতের ইস্যু বানানোর চেষ্টা করছে ৷
রোহিত ভেমুলার আত্মহত্যার পর থেকে রবিবার থেকে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা ৷ ভেমুলার আত্মহত্যার ঘটনায় অভিযোগের আঙুল উঠে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ৷ এদিন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷ রোহিত ভেমুলার আত্মহত্যাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে বর্ণনা করেছেন তিনি ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভেমুলার হত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন কেজরিওয়াল৷ তিনি আরও বলেন, ‘রোহিতের মতো মেধাবি ছাত্রদের যগি আত্মহত্যা করতে হয় তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু নেই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় হায়দরাবাদে কেজরি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement