Delhi Election Results 2025 Live: হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কার কাছে ধরাশায়ী হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Last Updated:

Delhi Assembly Election Result 2025: ২০১৩ সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল৷ কেজরিওয়াল যে নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হলেন, সেই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দিক্ষিত ৩৮০০-র বেশি ভোট পেয়েছেন৷

News18
News18
নয়াদিল্লি: নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ২০১৩ সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল৷ এ দিন ভোট গণনার শুরু থেকেই চাপে ছিলেন কেজরিওয়াল৷ মাঝে দু একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে থাকছিলেন তিনি৷
২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা৷ ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির৷ একা কেজরিওয়াল নন, তাঁর মতোই হারের মুখ দেখেছেন আপ-এর আর এক সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া৷ হারের মুখে দাঁড়িয়ে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীও৷
advertisement
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩ হাজার ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরিওয়াল যে নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হলেন, সেই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ৩৮০০-র বেশি ভোট পেয়েছেন৷ ফলে কেজরির হারেও কংগ্রেসের অবদান থাকল, এ কথা বলাই ভাল৷
কেজরিওয়ালকে পরাজিত করার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে যান পরভেশ ভার্মা৷ বিজেপির অন্দরে পরভেশ জায়ান্ট কিলার হিসেবেই পরিচিত৷ দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁর নাম উঠে আসছে৷
advertisement
২০১৩ সালে এই নতুন দিল্লি কেন্দ্র থেকেই কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ ১২ বছর পর সেই কেন্দ্র থেকেই হারের মুখ দেখলেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2025 Live: হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কার কাছে ধরাশায়ী হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement