Arvind Kejriwal: ১৫ কোটির রফা! আপ মন্ত্রীর কাছে বিজেপির ফোন? দিল্লির ফল প্রকাশের আগেই বোমা ফাটালেন কেজরিওয়াল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Arvind Kejriwal: দিল্লি বিধানসভার ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি, ২০২৫। প্রায় সব বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছে, দিল্লিতে ২৭ বছর পর সরকার গড়তে চলেছে বিজেপি। ফল প্রকাশের আগে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন আম আদমি পার্টির(আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লিঃ দিল্লি বিধানসভার ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি, ২০২৫। প্রায় সব বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছে, দিল্লিতে ২৭ বছর পর সরকার গড়তে চলেছে বিজেপি। ফল প্রকাশের আগে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন আম আদমি পার্টির(আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার, তিনি অভিযোগ করেন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁর দলের নেতাদের টাকা দিয়ে পার্টি বদলাতে বাধ্য করছে ।
আরও পড়ুনঃ একের পর এক বড় বিনিয়োগ অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে! কারা কারা বিনিয়োগ করলেন? হদিশ দিলেন মুখ্যমন্ত্রী
প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী জানান যে বিজেপি তাঁদের ১৬ জন প্রার্থী যারা দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁদের ফোন করেছেন এবং তাঁদেরকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ১৫ কোটি টাকার অফার দিয়েছেে। নিজের এক্সে (X) হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “কিছু সংস্থা দেখাচ্ছে যে বিজেপি ৫৫টির বেশি আসন পাচ্ছে। গত দুই ঘণ্টায়, আমাদের ১৬ জন প্রার্থীর কাছে ফোন এসেছে। তাঁরা যদি আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দেয়, তবে তাঁরা তাঁদের মন্ত্রীত্ব দেবেন এবং প্রতিটি প্রার্থীকে ১৫ কোটিরও বেশি টাকা দেবে।”
advertisement
कुछ एजेंसीज दिखा रही हैं कि गाली गलौज पार्टी की 55 से ज़्यादा सीट आ रही हैं।
पिछले दो घंटे में हमारे 16 उम्मीदवारों के पास फ़ोन आ गए हैं कि “आप” छोड़ के उनकी पार्टी में आ जाओ, मंत्री बना देंगे और हरेक को 15-15 करोड़ देंगे।
अगर इनकी पार्टी की 55 से ज़्यादा सीटें आ रहीं हैं तो…
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 6, 2025
advertisement
advertisement
তিনি আরও বলেন, “যদি তাঁদের পার্টি ৫৫টিরও বেশি আসন পায় তবে আমাদের প্রার্থীদের কেন ফোন করতে হবে? স্পষ্টভাবে বলতে গেলে, এগুলি একেবারে মিথ্যা সার্ভে। এগুলির একমাত্র উদ্দেশ্যে এই হল কিছু প্রার্থীর মনোবল ভেঙে দেওয়ার পরিবেশ তৈরি করা। কিন্তু আমাদের একজন প্রার্থীও মনোবল হারাবে না।” কেজরিওয়ালের অভিযোগের পক্ষে সমর্থন জানিয়ে আপ নেতা মুখেশ আলওয়াত বলেছেন যে তাঁর কাছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে থাকে সরে যাওয়ার থেকে মৃত্যু ভাল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 10:54 PM IST