Mamata Banerjee: একের পর এক বড় বিনিয়োগ অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে! কারা কারা বিনিয়োগ করলেন? হদিশ দিলেন মুখ্যমন্ত্রী
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: বৃহস্পতিবার, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন। এদিন সম্মেলনের প্রথমার্ধে আলোচ্য বিষয় থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দ্বিতীয়ার্ধে হবে সমাপ্তি অনুষ্ঠান। বুধবার, প্রথম দিনের অনুষ্ঠান হাজির হয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো প্রথমসারির শিল্পপতিরা৷
কলকাতাঃ বৃহস্পতিবার, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন। এদিন সম্মেলনের প্রথমার্ধে আলোচ্য বিষয় থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দ্বিতীয়ার্ধে হবে সমাপ্তি অনুষ্ঠান। বুধবার, প্রথম দিনের অনুষ্ঠান হাজির হয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো প্রথমসারির শিল্পপতিরা৷
আরও পড়ুনঃ মুঠো মুঠো Vitamin D ট্যাবলেট-ক্যাপসুল খাচ্ছেন? তার বদলে খান এই ৩ খাবার! দূর দূর করে তাড়াবে রোগ
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথা ভাগ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই সম্মেলনে ২১২ মউ স্বাক্ষর হয়েছে। বিনিয়োগ হল বিনিয়োগ। আমাদের টিমের নিরলস প্রচেষ্টা ও এনারজেটিক কাজে। গত সাত বারে ১৯ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছিল। যার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ হয়ে গেছে। গতকাল প্রচুর বিনিয়োগ হয়েছে। শুধু মুকেশ আম্বানিই একা অনেক বিনিয়োগ করেছেন। আবার করবেন আমাকে একান্ত বৈঠকে বলেছেন। সজ্জন জিনদালও জানিয়েছেন। আমি খুশি যে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির প্রস্তাব এল। এছাড়া আরও বিনিয়োগ আসছে।’
advertisement
আরও পড়ুনঃ কাঁচা পেঁপে এইভাবে খান! ভিটামিনের খনি এই সবজি হজম শক্তি বৃদ্ধিতে এক নম্বর! জানলে অবহেলা করবেন না একেবারে
বাংলায় বিনিয়োগ নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ একাধিক মউ স্বাক্ষর করা হল। বিভিন্ন ক্ষেত্রের আলোচনা আজকে হয়েছে। যাঁরা বিদেশ থেকে এসে আমাদের সহযোগিতা করেছেন বিশেষ করে ভুটান, জার্মানি, জাপান, কেরিয়া, মরক্কো, নেপাল, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, ইউকে, উজবেকিস্তানের মতো দেশ, এই সামিটকে দারুন সাফল্য এনে দিয়েছে। আজকের সামিট ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে। আমি গতকাল আলাদা করে মুকেশ আম্বানি ও সজ্জন জিনদালের সঙ্গে কথা বলেছি। তাঁরা শীঘ্রই আরও কাজ করবেন। আমি আজকেও একাধিক দেশের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 4:33 PM IST