রাজস্থানে বিজেপি-র হার নিয়ে চিন্তিত অরুণ জেটলি, ফোনে বসুন্ধরার সঙ্গে বিস্তর আলোচনা

Last Updated:

রাজস্থান পুর্ননির্বাচনে তিনটি কেন্দ্রেই প্রায় ধূলিসাৎ বিজেপি ৷ আজেমের কেন্দ্রে কংগ্রেসের ভোট- ১০৮১৬১, সেখানে বিজেপির ভোট - ৮৫৫১০ ৷

#জয়পুর: রাজস্থান পুর্ননির্বাচনে তিনটি কেন্দ্রেই প্রায় ধূলিসাৎ বিজেপি ৷ আজেমের কেন্দ্রে কংগ্রেসের ভোট- ১০৮১৬১, সেখানে বিজেপির ভোট - ৮৫৫১০ ৷ এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ২২৬৫১ ভোটে ৷ আলওয়ারে কংগ্রেস- ১৭২৫৩৫ ৷ বিজেপি- ১৩৩২৮৯ ৷ এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ৩৯২৪৬ ৷ মন্ডলগড়ে কংগ্রেস ৩৫১৬৬, বিজেপি ৩৫০৫০, কংগ্রেস এগিয়ে ১১৬ ভোটে ৷ রাজস্থানের এই ফলাফল নিয়েই দুশ্চিন্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ অরুণ জেটলির কথায়, রাজস্থানে বিজেপি-র এরকম হাল কেন তা ভালো করে যাচাই করতে হবে ৷
নিউজ১৮ হিন্দিকে অরুণ জেটলি জানান, ‘আমি মুখ্যমন্ত্রী বসুন্দরা রাজে-র সঙ্গে এই নিয়ে বিস্তর আলোচনা করেছি ৷ রাজস্থানে বিজেপি-র অবস্থান নিয়ে নতুন করে পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ ’
গত বৃহস্পতিবার সকাল থেকেই চলছে রাজস্থানের তিনকেন্দ্র আজমের, আলওয়ার ও মন্ডলগড়ে পুর্ননির্বাচন ৷ সকাল থেকেই ফলাফল সমানে আসতেই দেখা গিয়েছে বিজেপির সঙ্গে শেয়ানে শেয়ানে টক্করে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস, আজমের ও আলওয়ার কেন্দ্রে কংগ্রেসের থেকে বেশ খানিকটাই পিছিয়ে পড়েছে বিজেপি ৷ তবে রাজস্থান পুর্ননির্বাচনে মন্ডলগড়ে এগিয়ে রয়েছে বিজেপি ৷
advertisement
advertisement
রাজস্থান পুর্ননির্বাচনে তিনটি কেন্দ্রেই প্রায় ধূলিসাৎ বিজেপি ৷ আজেমের কেন্দ্রে কংগ্রেসের ভোট- ১০৮১৬১, সেখানে বিজেপির ভোট - ৮৫৫১০ ৷ এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ২২৬৫১ ভোটে ৷ আলওয়ারে কংগ্রেস- ১৭২৫৩৫ ৷ বিজেপি- ১৩৩২৮৯ ৷ এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ৩৯২৪৬ ৷ মন্ডলগড়ে কংগ্রেস ৩৫১৬৬, বিজেপি ৩৫০৫০, কংগ্রেস এগিয়ে ১১৬ ভোটে ৷
অন্যদিকে সকাল থেকে শুধুমাত্র মন্ডলগড়েই কংগ্রেসকে কিছুটা পিছনে ফিলে এগিয়ে ছিল বিজেপি ৷ কিন্তু দিন গড়াতেই উলটো গেল ফলাফল ৷ মন্ডলগড়েও বিজেপি প্রার্থী শক্তি সিং হাডাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন কংগ্রেসের বিবেক ভাকড় ৷
advertisement
আলওয়ার লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করণ সিং যাদব বিজেপি প্রার্থী যশবন্ত সিং যাদবের প্রায় ৩৯, ২৪৬ ভোট এগিয়ে ৷ করণ সিং যাদব ভোট পেয়েছেন ১৭২৫৩৫৷ অন্যদিকে বিজেপি প্রার্থী যশবন্ত সিং যাব পেয়েছেন ১৩৩২৮৯ ভোট ৷
ফলাফল সামনে আসার পর দুই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে থাকা নিয়ে মন্তব্য করতে গিয়ে শচীন পাইলট জানান, ‘প্রাথমিক গণনার থেকে উঠে আসা ফলাফলকে মাথায় রেখে বোঝা যাচ্ছে রাজস্থানের মানুষ বসুন্দরা জি ও তাঁর সরকারকে একেবারেই বাতিল করচে চায় ৷ সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও অনুরাগী নয় ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে বিজেপি-র হার নিয়ে চিন্তিত অরুণ জেটলি, ফোনে বসুন্ধরার সঙ্গে বিস্তর আলোচনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement