Gujarat Flood Situation: গুজরাতে বন্যা পরিস্থিতি, নিহত ২৬, আগামী কয়েক দিনে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

Last Updated:

ভাদোদরায় বৃষ্টি কমে যাওয়ার পরও বিশ্বামৈত্রী নদীর পার ভেঙে যায়৷ এর ফলে শহরের বিস্তীর্ণ নিচু অংশ প্লাবিত হয়েছে৷

ন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১৭৮০০ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
ন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১৭৮০০ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
গান্ধিনগর: সারা ভারতজুড়ে বর্তমানে বৃষ্টিপাতের বিরাম নেই৷ ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে৷ এবার পশ্চিম ভারতে গুজরাটেও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে৷
বিগত তিন দিনের অত্যাধিক বৃষ্টিপাতের ফলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার, টানা চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷
advertisement
ফলে গুজরাটের বিভিন্ন অংশ বন্যা কবলিত হয়ে পড়েছে৷ বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১৭৮০০ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
advertisement
রবিবার মরবি জেলার হালভাদ তালুকের অন্তর্গত ধাওয়ানা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে৷ উপচে যাওয়া একটা ব্রিজ পার হওয়ার সময় এক ট্রাক্টর নিঁখোজ হয়ে গিয়েছে৷
এমনকি ভাদোদরায় বৃষ্টি কমে যাওয়ার পরও বিশ্বামৈত্রী নদীর পার ভেঙে যায়৷ এর ফলে শহরের বিস্তীর্ণ নিচু অংশ প্লাবিত হয়েছে৷
advertisement
অন্যদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ এখনও কোনও রকম স্বস্তির খবর শোনায়নি৷ বরং জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনে গুজরাতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷
গুজরাতের বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি পর্যালোচনার জন্য ভূপেন্দ্র প্যাটেলকে ইতিমধ্যেই ফোন করে খোঁজ নিয়েছেন৷ বন্যা মোকাবিলায় কেন্দ্রের তরফে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Flood Situation: গুজরাতে বন্যা পরিস্থিতি, নিহত ২৬, আগামী কয়েক দিনে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement