নয়াদিল্লি: চব্বিশের লোকসভা নির্বাচনের মাত্র এক বছর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা বড় রদবদল৷ কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল কিরেন রিজিজুকে৷ তাঁর জায়গায় এবার থেকে সেই দায়িত্ব পালন করবেন অর্জুন রাম মেঘওয়াল৷
অন্যদিকে, হাইপ্রোফাইল মন্ত্রকের দায়িত্ব সামলে আসা কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকের দায়িত্ব৷ এবার থেকে আর্থ সায়েন্স অর্থাৎ, কেন্দ্রীয় ভূমন্ত্রক সামলাবেন কিরেন৷
অর্জুন রাম মেঘওয়াল এতদিন সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন৷ এবার থেকে স্বাধীন মন্ত্রী হিসাবে আইন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন তিনি৷ দফতর বদলের পরে নতুন আইনমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন কিরেন রিজিজু৷
বিচারপতি নিয়োগে ‘কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতা’ থেকে শুরু করে সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি সাম্প্রতিক সময় একাধিকবার বিচারবিভাগের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে৷
একসময় সুপ্রিম কোর্টের ভর্ৎসনারও শিকার হতে হয়েছিল তাঁকে৷ বিতর্ক এড়াতেই কি কবে নরেন্দ্র মোদির সরকারের এই সিদ্ধান্ত?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiren Rijiju