গাড়িতেই ‘টয়লেট’, ওলা ক্যাবের নয়া চমক

Last Updated:

যেখানে ইচ্ছে সেখানেই মিলবে ‘হালকা’ হওয়ার সুযোগ ৷

#মুম্বই: ট্রাফিকে জ্যামে হাঁসফাঁস বা ফাঁকা হাইওয়ে ধরে দূরের গন্তব্যে পাড়ি, যেখানে মাইল খানেকের মধ্যে নেই কোনও জনবসতি ৷ যেকোনও অবস্থাতেই আসতে পারে প্রকৃতির ডাক ৷ কিন্তু ডাক এলেই তো সবসময় সে ডাকে সাড়া দেওয়ার সুযোগ ঘটে না, হয় আশেপাশে টয়লেটের খোঁজে বেরতে হয় নয়ত দিতে হয় অসীম সংযম ও ধৈর্যের পরীক্ষা ৷ সেই সমস্যা সমাধানে এবার এগিয়ে এল ওলা ক্যাব ৷ যেখানে ইচ্ছে সেখানেই মিলবে ‘হালকা’ হওয়ার সুযোগ ৷
প্রথমবার এমন সুযোগ দিচ্ছে কোনও অ্যাপ ক্যাব সংস্থা ৷ ‘টয়লেট অন উইল’ নামে ওলা রেস্টরুম আনল অ্যাপ ক্যাব সংস্থা ওলা ৷  ট্যুইটারে একটি ভিডিও লঞ্চের মাধ্যমে তাদের এই নয়া প্রোডাক্টের জন্য গত দু’দিন ধরে প্রচার চালাচ্ছে ওলা ৷ ওলার এই প্রচার বিজ্ঞাপন নজর কেড়েছে সকলের ৷ ভিডিওটি লাখো শেয়ারে মুহূর্তেই ভাইরাল ৷
advertisement
এতদূর পড়ে নিশ্চয় ভাবছেন কবে থেকে পাওয়া যাবে এই সুন্দর পরিষেবা? তাহলে আপনাকে জানাই, এটি আসলে ওলার এপ্রিল ফুল প্র্যাঙ্ক ৷ পয়লা এপ্রিল, এপ্রিল ফুল ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এই মোবাইল টয়লেট ক্যাবের প্রচার চালাচ্ছিল ওলা ৷ সমস্ত উপভোক্তাদের এপ্রিল ফুল-এর শুভেচ্ছা জানিয়েছে দেশের বৃহত্তম অ্যাপ সংস্থা ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গাড়িতেই ‘টয়লেট’, ওলা ক্যাবের নয়া চমক
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement