Anubrata Mondal: দুই হাইকোর্টে জোড়া ধাক্কা, অনুব্রতর দিল্লি যাত্রায় রইল না বাধা! কী করবে ইডি, তুঙ্গে জল্পনা
- Published by:Satabdi Adhikary
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
এ দিন কলকাতা হাইকোর্টেও অস্বস্তি অনুব্রত মণ্ডলের। কলকাতা হাইকোর্টেও স্থগিতাদেশ জোগাড়ে ব্যর্থ অনুব্রত। প্রবীণ আইনজীবীর মৃত্যুতে এ দিন শুনানি অসম্পূর্ণ থাকে।
#নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টও কোনও স্বস্তি দিল না অনুব্রত মণ্ডলকে। দিল্লি আসতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে। কারণ এ দিন কলকাতা হাইকোর্টেও পিছিয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের আবেদনের শুনানি। ফলে এই মুহূর্তে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধাই রইল না।
এ দিকে এ দিন কলকাতা হাইকোর্টেও অস্বস্তি অনুব্রত মণ্ডলের। কলকাতা হাইকোর্টেও স্থগিতাদেশ জোগাড়ে ব্যর্থ অনুব্রত। প্রবীণ আইনজীবীর মৃত্যুতে এ দিন শুনানি অসম্পূর্ণ থাকে। আগামিকাল বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্য প্রধান বিচারপতি কাছে অনুরোধ পাঠালেন বিচারপতি বিবেক চৌধুরী। শনিবার সকাল ১১ টায় অনুব্রত মণ্ডল আবেদনের শুনানি সম্ভাবনা। শনিবার ছুটির দিন বিশেষ বেঞ্চ গড়ে শুনানির জন্য অনুরোধ পাঠালেন বিচারপতি বিবেক চৌধুরী। ফলে আইনি দিক দিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আপাতত ইডি-র কোনও বাধা রইল না।
advertisement
advertisement
এ দিন দিল্লি হাইকোর্টে অনুব্রতর আইনজীবী আদালতে বলেন, নেওয়ার অভিযোগ আনা হয়। তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। যদিও এখন ইডি দিল্লিতে আনতে চাইছে। এই মামলা দিল্লির নয়। তাও আনতে চাইছে। ১৭ মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে সোম অথবা মঙ্গলবার শুনানির দিন ধার্য হোক।
advertisement
বিচারপতি বলেন, "অন্য আদালতেও আপনারা আবেদন করেছেন। তাহলে এখানে এসেছেন কেন ? অন্য কোর্টে আবেদনের বিষয় আলাদা।" ইডির আইনজীবী আদালতে জানান, "অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য রেকর্ড করা হোক। ওরা দু'-রকম কথা বলছেন।" সোমবার শুনানির আবেদন জানান কপিল সিবাল। ইডির আইনজীবী পাল্টা বলেন, ৯ জানুয়ারি থেকে সময় নিয়ে চলেছেন। মৌখিক আশ্বাসে সময় নিয়েই চলেছেন।
advertisement
অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, "অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে না বলে আসানসোল আদালতে মৌখিক আশ্বাস দিয়েছিল ইডি। তারপরেও দিল্লি আনার প্রস্তুতি চলছে। ইডির আইনজীবী তার জবাবে বলেন, আদালতের রেকর্ডে মৌখিক আশ্বাসের কোনও উল্লেখ নেই।"
advertisement
অনুব্রতকে দিল্লি নিয়ে এসে জেরা করায় সম্মতি দিয়েছে আসানসোল আদালত। তারপরেই এই তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে আজ বিকেলের হাওড়া- দিল্লি রাজধানী এক্সপ্রেসের পাঁচটি টিকিট কেটে রাখা হয়েছে৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে পেশ করার কথা অনুব্রত মণ্ডলকে৷ সেক্ষেত্রে অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে গিয়ে রাখা হবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
March 03, 2023 4:36 PM IST

