#নয়াদিল্লি : তরুণরা যাননি কোনো নিউইয়ার্স পার্টিতে, বয়স্করা শীতের রাতে ঘরের আরামে টিভি দেখা ছেড়ে হাজির রাস্তায় ৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনকারীরা হাজারে হাজারে ছিলেন দিল্লির শাহিনবাগে ৷ ২০১৯ শেষে ঘড়ির কাঁটা ছুঁল রাত ১২ ৷ আনন্দে ফেটে পরলেন মানুষরা ৷
শীতের রাতে সেখানে চা থেকে বিয়ার সবই হাজির ছিল তবে বর্ষবরণের চেনা ঢঙটা ছিল অন্যরকম ৷ শহুরে জীবনে চাকচিক্য সরিয়ে মানুষ হাজির হয়েছিলেন প্রতিবাদী কন্ঠকে নতুন বছরেও নিয়ে যাওয়ার জন্য ৷ মানুষজন কিয়স্ক তৈরি করেছিলেন ৷ ত্রেপলের নিচে একের পর এক বক্তা নিজের বক্তব্য রাখছিলেন ৷
নতুন নীতির বিরুদ্ধে মন্তব্য রাখার সঙ্গে সঙ্গে তাঁর আজাদি আজাদি ধ্বনিও তুলছিলেন ৷ রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন সকলে ৷ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা জাতীয় সঙ্গীত গান ৷ দিল্লির শীতে বর্ষবরণের রাতে পার্টি সঙ না বেজে জনতার কন্ঠে জাতীয় সঙ্গীত ছিল এক অভিনব অভিজ্ঞতা ৷ এরপর ওঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি ৷ ২০২০ -র পার্টির হাতছানি সরিয়ে এই আন্দোলনে সামিল হাজির হয়েছিলেন তরুণ পেশাদাররা ৷
আরও পড়ুন - নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি এম এম নারাভানের
সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একজন জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক আমরা নিউইয়ার ইভ থেকে সেলিব্রেট করছি৷ ’
একটি বেসরকারি সংস্থায় কর্মরত বছর তিরিশেকের যুবক আরও জানান, ‘আমি নিজেকে কোনও ধর্মের সঙ্গে যুক্ত করতে চাই না ৷ এটা একটা আরও বড় বিষয়কে নিয়ে লড়াই হচ্ছে ৷ এটা এনআরসি আর সিএএ -র মতো বিষয় নিয়ে আন্দোলন ৷
শহরের এক শিল্পী জানিয়েছেন দক্ষিণ ভারতীয় হলেও এই মঞ্চে নিজের কথা বলতে এসেছেন তিনি ৷ জামিয়ামিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে শাহিনবাগের প্রটেস্ট ভ্যেনুতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ ১৫ ডিসেম্বরের পর থেকেই এখানে CAA ও NRC ইস্যুতে বিক্ষোভ -বিদ্রোহ চলছেই ৷ আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, National Anthem, NRC, এমআরসি, জাতীয় সঙ্গীত, সিএএ