৫টি সার্কাসে তালা! রেজিস্ট্রেশন বাতিল করল কেন্দ্রীয় সরকার

Last Updated:

ভারতীয় পশু কল্যাণ দফতর থেকে চলতি বছর পাঁচটি সার্কাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

#দিল্লি: শীত মানেই সার্কাস! আর সার্কাস মানেই হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, বাঁদর, পাখি, জিরাফদের লোমহর্ষক কৌতুকপূর্ণ খেলা। তাদের এই মন ভোলানো খেলা দেখতে আসেন ভিন্ন প্রান্তের মানুষ। কিন্তু এ বার সার্কাস গুলোর খেলা দেখানোয় নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের।
ভারতীয় পশু কল্যাণ দফতর থেকে চলতি বছর পাঁচটি সার্কাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলো হল, আহমেদাবাদের গ্রেট গোল্ডেন সার্কাস, কলকাতার নটরাজ সার্কাস, কানপুরের এশিয়াড সার্কাস আর মৌজপুরের অ্যাপোলো সার্কাস।
অ্যানিম্যাল ভায়োলেশন রাইটস লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে ওই পাঁচটি সার্কাসের উপর। দিল্লির হাই কোর্ট থেকে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। ভারতীয় পশু কল্যাণ দফতর, শো-কজ করার চিঠি দিয়েছে দু’টি সার্কাসের বিরুদ্ধ। প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট ১৯৫০, পারফর্মিং অ্যানিম্যাল রেজিস্ট্রেশন রুল ২০০১ এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ১৯৭২ অনুযায়ী এই খেলাগুলি বন্ধ করার কথা বলা হয়েছে।
advertisement
advertisement
ভারতীয় পশু কল্যাণ দফতর দিল্লির হাইকোর্ট থেকে সম্মতি পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ফেডারেশন ফর ইন্ডিয়ান অ্যানিম্যাল প্রোটেকশন অর্গানাইজেশন একটি পিটিশন দাখিল করেছে যাতে সার্কাসে অত্যাচারিত পশুদের বাঁচানো যায়।
ফেডারেশন ফর ইন্ডিয়ান অ্যানিম্যাল অর্গানাইজেশন-এর ডিরেক্টর ভার্দা মেহরত্রা জানিয়েছেন, “আধুনিক সমাজে সার্কাসের পশুরা অত্যাচারিত হবে এটা মানুষের বিনোদন হয়ে উঠতে পারে না কখনই”।
advertisement
১৯৭২-এর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী এ বছর গ্রেট গোল্ডেন সার্কাস অনুষ্ঠিত হবে না, জানালেন কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
ফেডারেশন ফর ইন্ডিয়ান অ্যানিম্যাল প্রোটেকশন অর্গানাইজেশন জানিয়েছেন, তারা ১৫০ টি পশুকে বাঁচিয়ে এনেছেন প্রায় ১৩টি অর্গানাইজেশনের হাত থেকে।
বাংলা খবর/ খবর/দেশ/
৫টি সার্কাসে তালা! রেজিস্ট্রেশন বাতিল করল কেন্দ্রীয় সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement