Gautham Reddy Died: অকালমৃত্যু অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর, কারণ সেই হৃদরোগ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয় মন্ত্রীর (Gautham Reddy Died)।
#মুম্বই: সম্প্রতি গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক তারকার মৃত্যুর খবর সামনে এসেছে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, মন্দিরা বেদির স্বামী ও পরিচালক রাজ কৌশলের মৃত্যু হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে। এবার ফের মাত্র ৫০ বছর বয়সে প্রয়াত হলেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডি (Gautham Reddy Died)। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয় মন্ত্রীর (Gautham Reddy Died)। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।
হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতাল সূত্রে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'তথ্যপ্রযুক্তি মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডি সোমবার সকালে ৭টা ৪৫ নাগাদ আমাদের এখানে এসেছিলেন। পৌঁছনোর পর তিনি কোনও সাড়া দিচ্ছিলেন না। তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন না। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তিনি আমাদের জরুরি বিভাগে তাৎক্ষণিক সিপিআর এবং কার্ডিয়াক লাইফ সাপোর্ট পেয়েছেন। কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক-সহ ইমারজেন্সি মেডিক্যাল টিম এবং বিশেষজ্ঞরাও উপস্থিত হন। সিপিআর ৯০ মিনিটেরও বেশি সময় ধরে করা হয়েছিল। আমাদের প্রচুর চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।'
advertisement
আরও পড়ুন: 'আই লভ ইউ', জীবনের এই বিশেষ দিনে পত্রলেখাকে মনে করালেন রাজকুমার!
হাসপাতালের দাবি, 'আজ সকাল ৯ টা ১৬ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারকে যথাসম্ভব সমর্থন করছি।' এর পরই ট্যুইটারে তেলঙ্গানা মন্ত্রী কেটি রামারাও লেখেন, 'প্রিয় বন্ধু মেকাপতি গৌতম রেড্ডির মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে দুঃখিত এবং মর্মাহত। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেল ভাই। প্রার্থনা করি তুমি শান্তিতে থাকো।'
advertisement
advertisement
আরও পড়ুন: রোজ কি একই ধরনের ডাল খাচ্ছেন? এই নিয়মে ডাল খেলে তবেই মিলবে পুষ্টি, নয়তো...
জানা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডি রাজ্যের জন্য বিনিয়োগ আনতে দুবাই গিয়েছিলেন। এবং সদ্য রবিবারই তিনি হায়দ্রাবাদ ফিরেছিলেন। আচামকাই শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে জুবলি হিলসের অ্যাপোলো হাসাপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। এদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী গৌতম রেড্ডি। ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নের্তৃত্বে অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভায় মন্ত্রী হন (Gautham Reddy Died)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 2:45 PM IST