Andhra College Student: ক্লাস থেকে বেরিয়েই সোজা ৩ তলা থেকে ঝাঁপ! অন্ধ্রের কলেজ পড়ুয়ার হাড়হিম মৃত্যু! শিউরে ওঠা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Andhra College Student:কলেজে ক্লাস চলাকালীনই হঠাত্ ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় ওই যুবককে। তারপরেই তিনতলা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্র।
অনন্তপুর: ফের ছাত্রের আত্মহত্যার খবরে তোলপাড় দেশ। অন্ধ্র প্রদেশের একটি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। কলেজে ক্লাস চলাকালীনই হঠাত্ ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় ওই যুবককে। তারপরেই তিনতলা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্র। ছাত্রের মৃত্যুর মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। মৃত ছাত্রের পরিচয় এবং আত্মহত্যার কারণ সম্বন্ধে এখনও বিশদে কিছুই জানা যায়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মৃত ছাত্র অন্ধ্র প্রদেশের নারায়না কলেজের প্রথম বর্ষের ছাত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে এদিন অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে বসেই ক্লাস করছিল ওই ছাত্র।
advertisement
advertisement
এরপরেই ১০:১৫ নাগাদ ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করে পড়ুয়া। কোথাও না দাঁড়িয়ে সোজা একেবারে রেলিংয়ে ধারে পৌঁছে তিনতলা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্র।
advertisement
যুবক ঝাঁপ দেওয়ার পরেই সহপাঠীরা ছুটে যায়, কী হয়েছে খতিয়ে দেখতে। পুলিশ সূত্রের প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অনেক দিনের টানা ছুটি কাটিয়ে বৃহস্পতিবার কলেজে ফিরেছিল ওই পড়ুয়া। পড়ুয়ার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2025 8:47 PM IST