চাষের জমিতে পাওয়া গেল হিরে? একদিনেই দরিদ্র কৃষক হয়ে গেলেন কয়েক লক্ষের মালিক
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
১ কোটির হিরে তিনি বিক্রি করে দিলেন মাত্র ৩০ লক্ষ টাকায়
#অনন্তপুর: চারদিন আগে অন্ধ্রপ্রদেশের বাথলাপল্লী এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। কেউ কেউ একে পড়ে পাওয়া চোদ্দ আনা বললেও, যাঁর কপাল খুলেছে তিনি বলছেন তাঁকে ফাঁসাতে লোকে এসব কথা রটিয়েছে।
কী হয়েছে সেখানে? এই এলাকার এক কৃষক চাষ করতে করতে মাঠেই পেয়েছেন বহুমূল্য একটি হিরে। বাজারে যার দাম প্রায় ১ কোটি টাকা। কিন্তু কৃষক এই হিরের কত দাম জানতেই না। কিন্তু তার তাড়া ছিল। তাই ১ কোটির হিরে তিনি বিক্রি করে দিলেন মাত্র ৩০ লক্ষ টাকায়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই তদন্তে নেমে পড়েছে প্রশাসনও।
advertisement
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যদি এই বহমূল্য রত্ন ওই কৃষক পেয়ে থাকেন, তাহলে তা সরকারের সম্পত্তি। এভাবে সরকারি সম্পত্তি কাউকে বিক্রি করে দেওয়া যায় না। যদি সত্যিই এটি বিক্রি হয়ে গিয়ে থাকে, তাহলে ওই কৃষকের শাস্তি হবে।
advertisement
এদিকে, বেগতিক বুঝে কৃষক বালাকৃষ্ণণ দাবি করেছেন, তাঁর জমিতে কোনও হিরে পাওয়া যায়নি। তাঁর শত্রুরা তাঁকে ফাঁসাতে এমন খবর রটিয়ে দিয়েছে।
Location :
First Published :
May 23, 2020 7:59 PM IST