Anant Ambani: ৩০ তম জন্মদিনের আগে পদযাত্রায় অনন্ত আম্বানি, পায়ে হেঁটে পার করছেন জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৯ মার্চ, শনিবার, জামনগর থেকে পবিত্র দ্বারকাধীশ মন্দির পর্যন্ত ১৮০ কিলোমিটারের পদযাত্রা শুরু করেন অনন্ত আম্বানি
জামনগর, গুজরাত: ২৯ মার্চ, শনিবার, জামনগর থেকে পবিত্র দ্বারকাধীশ মন্দির পর্যন্ত ১৮০ কিলোমিটারের পদযাত্রা শুরু করেন অনন্ত আম্বানি। কোনও ঢাকঢোল পিটিয়ে নয়, কোনও প্রচারের লাইমলাইটে থেকে নয়, একেবারে নিঃশব্দে এই আধ্যাত্মিক যাত্রা শুরু করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত। প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা পায়ে হেঁটে ২০ কিলোমিটার পথ অতিক্রম করছেন। আশা করা হচ্ছে, আগামী ৮ এপ্রিল, তাঁর ৩০তম জন্মদিনের আগের দিন, তিনি মন্দিরে পৌঁছবেন।
ব্যক্তিগত আস্থা থেকেই এই পদযাত্রা শুরু করেন অনন্ত, যা তাঁর গভীর ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন। একাধিক জটিল স্বাস্থ্য সমস্যা রয়েছে তাঁর, তবুও আধ্যাত্মিক অঙ্গীকারে বদ্ধ হয়ে এই পথ হাঁটছেন অনন্ত। এই দীর্ঘ পথ চলার পথে তিনি স্থানীয়য়ের থেকে সমর্থন পেয়েছেন। অনেকে তাঁর সঙ্গে খানিকটা পথ হেঁটেছেন, কেউ বা তাঁর জন্য প্রার্থনা করেছেন, কেউ বা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, রসরাজ মহারাজের মতো আধ্যাত্মিক ব্যক্তিরাও যাত্রাপথে তাঁর সঙ্গে দেখা করেছেন।
advertisement
পদযাত্রা চলাকালীন ধর্মীয় জপ ও শাস্ত্র পাঠে নিজেকে নিয়োজিত রেখেছেন অনন্ত। তাঁর সঙ্গী হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং দেবী স্তোত্র। অনন্ত আম্বানির দৃঢ় আধ্যাত্মিক প্রবণতা সর্বজনবিদিত। কলকাতার কালীঘাট, নাথদ্বারার শ্রীনাথজি এবং অসমের কামাখ্যার মতো একাধিক মন্দিরের রক্ষণাবেক্ষণে তাঁর অবদান রয়েছে। তিনি বদ্রীনাথ ও কেদারনাথ ধামের একজন ট্রাস্টি। সম্প্রতি মহাকুম্ভে আখড়াগুলির প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনন্ত আম্বানি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 11:48 PM IST