Viral Video: পর্যটক বোঝাই আস্ত গাড়ি মুখ দিয়ে টানছে রয়্যাল বেঙ্গল, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তায় একটি মহীন্দ্রা জাইলো মডেলের এসইউভি গাড়ির পিছনের দিকের অংশ ক্রমাগত কামড়ে ধরার চেষ্টা করছে একটি বাঘ (Viral Video of Tiger Pulling Car)৷

ভাইরাল ভিডিও-র একটি অংশ৷
ভাইরাল ভিডিও-র একটি অংশ৷
#বেঙ্গালুরু: যাত্রী ভর্তি একটি গাড়ি৷ আর অবলীলায় সেটিকে মুখ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)৷ কর্ণাটকের বানারঘাটা জাতীয় উদ্যানে তোলা এমনই একটি ভিডিও শেয়ার করলেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা (Anand Mahindra)৷ আর এই ভিডিও থেকেই আরও একবার প্রমাণিত হল, পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কতখানি শক্তিশালী হতে পারে৷
ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তায় একটি মহীন্দ্রা জাইলো মডেলের এসইউভি গাড়ির পিছনের দিকের অংশ ক্রমাগত কামড়ে ধরার চেষ্টা করছে একটি বাঘ৷ এক সময়ে ভালভাবে গাড়ির পিছনের বাম্পারে কামড় বসাতে সক্ষম হয় বাঘটি৷ এর পরই পর্যটক ভর্তি গাড়িটিকে টেনে কিছুটা পিছিয়ে নিয়ে যায় সে৷
advertisement
advertisement
advertisement
পাশের একটি গাড়ি থেকে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন কয়েকজন৷ চোখের সামনে বাঘের এমন অকল্পনীয় শক্তি দেখে রীতিমতো অবাক হয়ে যান তাঁরাও৷ অস্ফুটেই কয়েকজন বলে ওঠেন, 'আরে গাড়িটিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে তো!'
আনন্দ মহীন্দ্রার ট্যুইট করা ওই ভিডিও-তেই ইয়াস শাহ নামে এক ব্যক্তি কমেন্ট করে জানান, ওই মহীন্দ্রা এসইউভি গাড়ির মধ্যে তিনি নিজেও ছিলেন৷ ঘটনাটি গত বছর নভেম্বর মাসে বানারঘাটা জাতীয় উদ্যানের বলেও জানিয়েছেন ওই ব্যক্তি৷
advertisement
ট্যুইটারে ভিডিও শেয়ার করে আনন্দ মহীন্দ্রা লিখেছেন, 'দেখে মনে হচ্ছে এটা থেপ্পাকাড়ুর কাছে উটি- মাইসোর রাস্তার উপরের ঘটনা৷ এটি একটি জাইলো গাড়ি, তাই গাড়িটিকে বাঘ কামড়াচ্ছে দেখে আমি অবাক নই৷ মহীন্দ্রার গাড়ি যে খুবই সুস্বাদু তা নিয়ে বাঘটি আমার সঙ্গে সহমত বলেই মনে হচ্ছে৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: পর্যটক বোঝাই আস্ত গাড়ি মুখ দিয়ে টানছে রয়্যাল বেঙ্গল, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement