প্লেন উড়তেই হাত-পা ঠান্ডা! মাঝ আকাশে বিপদ, অসুস্থ বৃদ্ধ যাত্রী! এগিয়ে এলেন ভারতীয় সেনার মেজর মুখুন্দন!
- Published by:Tias Banerjee
Last Updated:
চেন্নাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো বিমানে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধ যাত্রীর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। এমনকি তাঁর হাত-পা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তিনি হয়তো আর বাঁচবেন না।
চেন্নাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো বিমানে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধ যাত্রীর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। এমনকি তাঁর হাত-পা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তিনি হয়তো আর বাঁচবেন না। ঠিক তখনই দেশের সীমান্ত রক্ষাকারী ভারতীয় সেনার এক মেজর, যেন ঈশ্বরের রূপে হাজির হয়ে প্রাণ বাঁচান সেই ব্যক্তির।
এই ঘটনা ঘটে ১৪ জুলাই, ২০২৫, ইন্ডিগো সংস্থার ৬E-৬০১১ নম্বর ফ্লাইটে, যা চেন্নাই থেকে গুয়াহাটি যাচ্ছিল।
✈️ কী ঘটেছিল বিমানে?
advertisement
ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়, “বিমানটি উড়ন্ত অবস্থায় ছিল, তখন বিকেল ৬টা ২০ মিনিট নাগাদ, বিমানে থাকা ৭৫ বছর বয়সী এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি অজ্ঞান হয়ে যান এবং তাঁর শরীরে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা যায়—অতিরিক্ত ঘাম, দুর্বল নাড়ি এবং হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া।”
advertisement

👨⚕️ তখনই এগিয়ে এলেন সেনা অফিসার
advertisement
বিমান সেবিকার দল সঙ্গে সঙ্গে তাঁকে অক্সিজেন দেন ও বিমানে চিকিৎসার জন্য ঘোষণাও করেন। তখনই ছুটিতে থাকা একজন সেনা ডাক্তার, মেজর মুখুন্দন, যিনি সেই বিমানে যাত্রী হিসেবেই ফিরছিলেন, এগিয়ে আসেন সাহায্য করতে।
সেনার পক্ষ থেকে আরও জানানো হয়, “পরীক্ষা করে মেজর মুখুন্দন বুঝতে পারেন যে রোগী অচেতন অবস্থায় রয়েছেন, তবে তাঁর পিউপিল (চোখের মণি) প্রতিক্রিয়াশীল ছিল এবং হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ স্পষ্ট ছিল। বিমানের সীমিত সরঞ্জাম ব্যবহার করেই তিনি মুখে চিনি ও ওআরএস (ORS) দেন, এবং রোগীর পালস ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করতে থাকেন।”
advertisement
🏥 এরপর কী হয়?
বিমান গুয়াহাটিতে অবতরণ করার পর, ওই বৃদ্ধ যাত্রীকে সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের ইমারজেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেও মেজর মুখুন্দন চিকিৎসা চালিয়ে যান। রাত আটটা নাগাদ রোগীর জ্ঞান ফেরে এবং তিনি স্থিতিশীল অবস্থায় পৌঁছান।
ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে, “মেজর মুখুন্দনের তাৎক্ষণিক ও নিঃস্বার্থ পদক্ষেপ এবং কেবিন ক্রুদের সহযোগিতাতেই এক মূল্যবান প্রাণ রক্ষা পেয়েছে। এমন মানবিকতা সত্যিই প্রশংসনীয়।” এই ঘটনা প্রমাণ করে, একজন সেনা শুধুমাত্র সীমান্তেই রক্ষাকর্তা নন, বিপদের মুহূর্তে তিনিই হন মানুষের পরম আশ্রয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 10:23 AM IST