#নয়াদিল্লি: ট্রেনে বা বাসে ভিখারি ভিক্ষা চাইছে, এটা ভীষণ চেনা ছবি! কিন্তু প্লেনে এহেন দৃশ্য? ভাবাই যায় না! এত নিয়ম কানুন,এত নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে একজন ভিক্ষুক কীভাবে প্লেনে উঠবেন? এও কী সম্ভব?
সম্ভব! আর এমন দৃশ্যর দেখা মিলল 'কাতার এয়ারওয়েজ'-এর বিমানে। এক বৃদ্ধ ভিখারি প্লেনে উঠে তাঁর সহযাত্রীদের থেকে ভিক্ষা চাইলেন। সবাই তাঁকে মন খুলে ভিক্ষা দিলেনও! এই অভিনব দৃশ্যর ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
বিমান সেবিকা ও অন্যান্য বিমান কর্মীরা অবশ্য তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তিনি 'কুল অ্যান্ড কাম'! নির্দ্ধিধায় সবার থেকে ভিক্ষা চেয়ে যাচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন, কী করে এই ভিক্ষুক প্লেনে উঠলেন? কাতার এয়ারওয়েজ-এর তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, তিনি নাকি টিকিট কেটেই প্লেনে উঠেছিলেন। দেখুন সেই ভিডিও--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Begging, Old man, Qatar airways, Video