গালে হাত, দু’চোখ ভরা জল নিয়ে বিজ্ঞাপনে এল আমুলের ছোট্ট মেয়েটা
Last Updated:
দেশে যখনই কিছু ঘটে, ফিরে ফিরে আসে সাদা-লাল বুটি জামা পরা ছোট্ট মেয়েটা ৷
#নয়াদিল্লি: দেশে যখনই কিছু ঘটে, ফিরে ফিরে আসে সাদা-লাল বুটি জামা পরা ছোট্ট মেয়েটা ৷ হ্যাঁ, আমুল কোম্পানির সেই ছোট্ট মেয়েটা, যে কিনা বরাবরই দেশের খবরে, দেশের অহঙ্কারে নিয়ে আসে বিজ্ঞাপন ৷ তবে এবার সেই মেয়েটির মন জুড়ে দুঃখ ৷ দু’চোখ জুড়ে উপচে পড়া জল ৷ ক্ষোভ, রাগ মিলিয়ে ছোট্ট মেয়েটির অভিব্যক্তি একেবারে অন্যরকম ৷ কোথায় সেই হাসি, কোথায় সে খুশির ইমেজ ৷ বরং উল্টোটাই ৷ আজ তার বড্ড মন খারাপ৷ তাই হাপুস নয়নে কেঁদে চলেছে সে ! কেন এরকম কাঁদছে আমুলের জনপ্রিয় মেয়েটি ?
#Amul Topical: Condemning atrocities on women... pic.twitter.com/igj84im1Q7
— Amul.coop (@Amul_Coop) April 17, 2018
advertisement
দেশজুড়ে তোলপাড় তুলেছে একের পর এক নারী ও শিশুদের ওপর অপরাধের খবর ৷ প্রশ্ন উঠছে, এ কোন সমাজে বাস করছি আমরা ৷ সেই প্রশ্নই যেন তুলছে আমুলের এই নতুন বিজ্ঞাপন ৷ যেখানে আমুলের ছোট্ট মেয়েটি গালে হাত দিয়ে বসে আছে, কেঁদেই চলেছে সে ৷ সঙ্গে বিজ্ঞাপনে লেখা লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গানের এক লাইন ‘যারা আঁখ মে ভরলো পানি’ ৷
advertisement
বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পরেই সোশ্যাল নেটওয়ার্কে ঝড়ের মতো শেয়ার হয়ে চলেছে ৷ নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ‘কোথায় গেল মানবতা? কীরকম এই সমাজ ?’ সেই প্রশ্নই যেন লেখা রয়েছে এই ছোট্ট মেয়েটির চোখের জলে৷
এর আগেও আমুল বহুবার তাঁদের বিজ্ঞাপনের মধ্যে দিয়ে দেশ-বিদেশের চর্চিত বিষয়কে ফুটিয়ে তুলেছে ৷ এ ব্যাপারে বরবারই উন্নতমানের বিজ্ঞাপনী প্রচারের প্রমাণ দিয়েছে এই সংস্থা ৷ তবে এবার আমুল মেয়েটির কান্না যেন আঙুল তুলল মানবিকতার দিকে ৷ ছোট্ট মেয়েটির কান্না যেন নাড়িয়ে দিয়ে গেল সমাজের ভিত !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2018 9:06 PM IST