Amritsar : মুখে হাসি নিয়ে ক্ষিপ্র হাতে তৈরি মুসম্বির রস ভাইরাল, অশীতিপর বৃদ্ধাকে সাহায্য করতে উন্মুখ নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
অমৃতসর : পক্বকেশ মলিন মুখে হাসিটি অমলিন ৷ বয়সের ভারে একবিন্দুও কমেনি ক্ষিপ্রতা ৷ ঝড়ে গতিতে বানিয়ে চলেছেন ফলের রস ৷ অমৃতসরের (Amritsar) এক অশীতিপর বৃদ্ধার ভিডিয়ো ভাইরাল (viral) সোশ্যাল মিডিয়ায় ৷
ফুড ব্লগার গৌরব ওয়াসন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে পথের ধারে এক অস্থায়ী দোকানে বসে ফলের রস তৈরি করছেন ওই বৃদ্ধা ৷ অত্যন্ত দ্রুত নিপুণ হাতে মুসম্বি ছাড়িয়ে, পেষাই যন্ত্রে রস বার করে তার পর তা কাচের গ্লাসে ঢেলে পরিবেশন করছেন ৷ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ৩০ সেকেন্ডের ওই ভিডিয়ো ৷
advertisement
জানা যাচ্ছে, বৃদ্ধার স্টলটি অমৃতসরে রানি দা বাঁধ এলাকায় ৷ তাঁকে দেখে নেটিজেনদের মন দ্রব হতে সময় লাগেনি ৷ ইনস্টাগ্রামের পর ট্যুইটারেও ছড়িয়ে পড়ে বৃদ্ধার ভিডিয়ো ৷ সরকারের কাছে নেটিজেনরা আবেদন করেছেন, বৃদ্ধার জন্য কিছু করতে ৷ অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চেয়েছেন ৷ তাঁকে অর্থসাহায্য পাঠাবেন বলে ৷
advertisement
This 80 year old woman runs a stall in Amritsar. She is working hard in her old age to feed herself. She's struggling to have customers from sometime. Her stall is located at Rani Da Bagh, near Uppal Neuro Hospital. Please visit her stall, help her so that she can earn some money pic.twitter.com/RTTTakRT9q
— Aarif Shah (@aarifshaah) July 28, 2021
advertisement
কেউ কেউ লিখেছেন, বৃদ্ধার কাছ থেকে বেশি করে মুসম্বির রস কিনে খাওয়ার জন্য ৷ বৃদ্ধার কর্মোদ্যোগকে কুর্নিশ জানিয়ে অনেকেই বলেছেন তাঁর কাছ থেকে কিছু শেখার জন্য ৷ কোনও নেটিজেনের ইচ্ছে, পরের বার অমৃতসরে গেলে বৃদ্ধার ফলের রসের দোকানে তিনি যাবেনই ৷
গত বছর এভাবেই ভাইরাল হয়ে পড়েছিল দিল্লির মালব্যনগরের বৃদ্ধ দম্পতির খাবারের দোকান ৷ ‘বাবা কা ধাবা’ নামের ওই দোকান এবং দোকানের মালিক দম্পতির নাম ছড়িয়ে পড়ে ভার্চুয়াল দুনিয়ায় ৷ বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের জন্য আসতে থাকে সাহায্যের স্রোত ৷ শেষে একটি রেস্তরাঁ শুরু করেন ওই দম্পতি ৷ কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, লকডাউনে রেস্তরাঁ চালাতে গিয়ে নাজেহাল হয়ে গিয়েছেন তাঁরা ৷ প্রচুর আর্থিক লোকসানের পর আবার ফিরে এসেছেন তাঁদের পুরনো ধাবাতেই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 5:31 PM IST