লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যত্‍ সঙ্কটে, এনআরসি নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি

Last Updated:

অ্যামনেস্টি ইন্ডিয়া একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, এতগুলি বিদেশি ট্রাইবুনাল চালু হলেও, এতে আদপে কতটা উপকৃত হবে অসমের মানুষ তা নিয়ে সংশয় রয়েছে৷

#নয়াদিল্লি: অসমে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ে গেল৷ জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকাকে এ ভাবেই সমালোচনা করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ এনআরসি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল অ্যামনেস্টি ইন্ডিয়া৷
অ্যামনেস্টি ইন্ডিয়া একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, এতগুলি বিদেশি ট্রাইবুনাল চালু হলেও, এতে আদপে কতটা উপকৃত হবে অসমের মানুষ তা নিয়ে সংশয় রয়েছে৷ একই সঙ্গে অসম সরকারকে জোরাল আবেদন জানিয়ে মানবাধিকার সংগঠনটির বক্তব্য, ফরেনার্স ট্রাইবুনালগুলি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভাবে কাজ করবে ও মানুষ ন্যায় পাবেন, সে বিষয়ে অসম সরকারকে নিশ্চিত করতে হবে৷
advertisement
অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান আকর প্যাটেলের কথায়, 'বিদেশি ট্রাইবুনালের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তাই নাগরিকত্ব প্রমাণে কোনও ব্যক্তি সত্যিই ন্যায় বিচার পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ ভারত সরকার যে ভাবে এনআরসি চালু করল, ঠিক সে ভাবেই যদি কেউ অন্যায় ভাবে এনআরসি তালিকায় বাদ পড়ে, তাঁকে ন্যায় বিচারের ব্যবস্থা করার দায়ও কেন্দ্রের৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যত্‍ সঙ্কটে, এনআরসি নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement