অরুণ জেটলির প্রয়াণে মর্মাহত, এটা আমার ব্যক্তিগত ক্ষতি : অমিত শাহ
Last Updated:
অরুণ জেটলির প্রয়াণে শোকাহত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
#নয়া দিল্লি: প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
অরুণ জেটলির প্রয়াণে শোকাহত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ট্যুইট করেন, '' অরুণ জেটলির প্রয়াণে মর্মাহত। এটা আমার ব্যক্তিগত ক্ষতি। পরিবারের সদস্যের মতো ছিলেন জেটলি।''
अरुण जेटली जी के निधन से अत्यंत दुःखी हूँ, जेटली जी का जाना मेरे लिये एक व्यक्तिगत क्षति है।
उनके रूप में मैंने न सिर्फ संगठन का एक वरिष्ठ नेता खोया है बल्कि परिवार का एक ऐसा अभिन्न सदस्य भी खोया है जिनका साथ और मार्गदर्शन मुझे वर्षो तक प्राप्त होता रहा। — Amit Shah (@AmitShah) August 24, 2019
advertisement
advertisement
অরুণ জেটলির মৃত্যুর খবর পেয়ে সফর কাটছাঁট করে হায়দরাবাদ থেকে দিল্লি ফিরছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
৯ আগস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন অরুণ জেটলি। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় জেটলিকে। ক্যানসার, কিডনির অসুখে ভুগছিলেন তিনি।
Location :
First Published :
August 24, 2019 1:26 PM IST