হোম /খবর /দেশ /
ভারত বনধে দেশজুড়ে প্রভাব, তড়িঘড়ি কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

ভারত বনধে দেশজুড়ে প্রভাব, তড়িঘড়ি কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

কৃষকদের বৈঠকে ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

কৃষকদের বৈঠকে ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

কৃষকদের এ দিনের বনধকে সমর্থন জানিয়েছে অধিকাংশ বিরোধী দল৷ দেশ জুড়ে এই বনধের যথেষ্ট প্রভাব পড়েছে৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা ভারত বনধের দিনই কৃষক সংগঠনের নেতাদের আলোচনায় ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ, মঙ্গলবার সন্ধে সাতটায় এই বৈঠক ডেকেছেন তিনি৷ বুধবারই কৃষকদের সঙ্গে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ তার আগে অমিত শাহের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্য্যপূর্ণ৷

কৃষকদের এ দিনের বনধকে সমর্থন জানিয়েছে অধিকাংশ বিরোধী দল৷ দেশ জুড়ে এই বনধের যথেষ্ট প্রভাব পড়েছে৷ কোথাও হাইওয়ে, কোথাও আবার রেল পথ অবরুদ্ধ করেছেন আন্দোলনকারীরা৷ বন্ধ ছিল বহু দোকান, বাজার৷ কৃষকদের আন্দোলনে যেভাবে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষ সমর্থন করছেন, তাতে যথেষ্ট চাপে কেন্দ্র৷ কৃষক বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলতে মরিয়া মোদি-শাহরা৷

এতদিন কৃষকদের সঙ্গে আলোচনা করছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলরা৷ কিন্তু তাতে সমাধান সূত্র বের হয়নি৷ বাধ্য হয়েই এবার অমিত শাহ নিজেই আলোচনার টেবলে বসছেন৷ কয়েকদিন আগেই কৃষকদের এই আন্দোলন নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে অমিত শাহ, নরেন্দ্র সিং তোমারদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, 'আজই আমার কাছে একটি ফোন এসেছিল৷ অমিত শাহ একটি বৈঠক ডেকেছেন৷ আমাদের সন্ধে সাতটায় বৈঠকে যোগ দিতে যেতে বলা হয়েছে৷' তাঁরা বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন ওই কৃষক নেতা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Amit Shah, Farm Laws, Farmers Protest