৪০টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্র 

Last Updated:

অমিত মিত্র জানান, ৪০টির বেশি দেশ এদিনের বৈঠকে যোগ দিয়েছে এবং তারা বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের বেশ কতকগুলি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। তারমধ্যে রয়েছে, খনিজ, সেল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, গেইল পাইপলাইন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সিলিকন ভ্যালি হাব, সিমেন্ট হাব, রেল সরঞ্জাম তৈরি এবং লেদার হাব।

নয়াদিল্লি : রাজ্যের শিল্প সম্মেলনের আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্ম সচিব এবং আমলাদের পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত ও এস ডি সি রাজশেখর এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অমিত মিত্র জানান, ৪০টির বেশি দেশ এদিনের বৈঠকে যোগ দিয়েছে এবং তারা বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের বেশ কতকগুলি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। তারমধ্যে রয়েছে, খনিজ, সেল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, গেইল পাইপলাইন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সিলিকন ভ্যালি হাব, সিমেন্ট হাব, রেল সরঞ্জাম তৈরি এবং লেদার হাব। তিনি জানান, গত বছরের শিল্প সম্মেলনে ৩.১৪ লক্ষ কোটি টাকা লগ্নি হয়েছ বাংলায়। অমিত মিত্র জানান, একদিকে যেমন স্বল্প মূল্যে জমি দিয়ে সিলিকন ভ্যালিতে বড় শিল্প গড়ার উৎসাহ দিচ্ছে রাজ্য, তেমনই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিপুল পরিমাণে ঋণ দিচ্ছে ব্যাঙ্কগুলি। তাঁর দাবি, ২০২২-২৩ অর্থবর্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ব্যাঙ্কগুলি ১.১৮ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে। সিলিকন ভ্যালিতে ৪০ একর জমিতে জিও ডাটা সেন্টার তৈরি করছে বলে জানান অমিত মিত্র। তাঁর আশা, দেশের অন্যতম ডাটা সেন্টার হয়ে উঠতে চলেছে সিলিকন ভ্যালি।
advertisement
এ রাজ্যে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কোটি টাকার লগ্নির আশ্বাস বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চ থেকেই দিয়েছিলেন গৌতম আদানি। পরে তাজপুরের গভীর সমুদ্র বন্দরের নির্মাণের বরাত পায় আদানি গোষ্ঠী। নবান্ন সূত্রে খবর, এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে সামনে রেখে দিল্লি, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়ে রোড শো করা হবে। আমন্ত্রণ পাবে সেখানকার বণিক মহল। নবান্ন সূত্রে খবর, এই চার রাজ্যে মূলত এরাজ্যের শিল্প সম্ভাবনাকে তুলে ধরা হবে৷ পাশাপাশি, ক্ষুদ্র মাঝারি শিল্প রাজ্যে কতটা অগ্রগতি হয়েছে তা-ও তুলে ধরা হবে সেখানকার বণিক মহলের সামনে।নবান্ন সূত্রে খবর, সিনেমা নিয়েও পৃথক নীতি তৈরি হবে এই শিল্প সম্মেলনের জন্য। গতবার এই শিল্পে আলাদাভাবে নজর দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি,  বিভিন্ন দফতরকে বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট নীতি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। যা এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তুলে ধরা হবে।
advertisement
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
 ৪০টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্র 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement