তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, ১২ জনের বেশি দগ্ধ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tamilnadu Fire incident in Fireworks factory: পুলিশ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশিতে ওই আতশবাজির কারখানায় আজ (৯ মে) দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খব পেয়েই ঘটনাস্থলে এসে পৌছায় দমকল বাহিনী।
নয়াদিল্লি: তামিলনাড়ুর শিবাকাশির কাছে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন প্রাণ হারিয়েছেন।
এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বারোজন দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। দুর্ঘটনাবশত সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্যাল ট্রেন!
পুলিশ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশিতে ওই আতশবাজির কারখানায় আজ (৯ মে) দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খব পেয়েই ঘটনাস্থলে এসে পৌছায় দমকল বাহিনী।
advertisement
advertisement
গত বছর অক্টোবর মাসেও তামিলনাড়ুর শিবকাশিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেবার শিবকাশিতে দু’টি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেবার মারা যান কমপক্ষে ১১ জন। মৃতদের মধ্যে ছিলেন ন’জন মহিলা। সেবার বাজির নমুনা পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটেছিল বলে জানা গিয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 5:01 PM IST