Summer Special Trains: ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্যাল ট্রেনের সুবিধা!

Last Updated:

Summer Special Trains: সুবিধা পাবেন খড়গপুর থেকে নিউ জলপাইগুড়ির মানুষ৷ গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এসএসএস হুব্বল্লি জং. ও নাহরলগুন-এর মধ্যে এসি সামার স্পেশ্য়াল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্য়াল ট্রেন!
ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্য়াল ট্রেন!
নাহরলগুন: গ্রীষ্মকালীন সময়ে যাত্রীদের ভিড় হ্রাস করতেহুব্বল্লি জং. ও নাহরলগুন-এর মধ্যে এসি স্পেশ্যাল ট্রেন। গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এসএসএস হুব্বল্লি জং. ও নাহরলগুন-এর মধ্যে এসি সামার স্পেশ্য়াল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সামার স্পেশ্য়াল ট্রেন নং. ০৭৩৮৭/০৭৩৮৮ (এসএসএস হুব্বল্লি জং. – নাহরলগুন – এসএসএস হুব্বল্লি জং.) প্রত্যেক দিক থেকে পাঁচটি করে ট্রিপের জন্য চালানো হবে।
এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গ্রীষ্মের সময়ে আরামদায়ক যাত্রার জন্য এই এসি স্পেশ্য়াল ট্রেনের সুযোগ গ্রহণ করতে পারবেন। স্পেশ্য়াল ট্রেন নং. ০৭৩৮৭ (এসএসএস হুব্বল্লি জং. – নাহরলগুন) ৮ মে, ২০২৪ তারিখ থেকে ৫ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক বুধবার এসএসএস হুব্বল্লি জং. থেকে ১২:০৫ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ২৩:০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময়, স্পেশ্য়াল ট্রেন নং. ০৭৩৮৮ (নাহরলগুন – এসএসএস হুব্বল্লি জং.) ১১ মে, ২০২৪ তারিখ থেকে ৮ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবার নাহরলগুন থেকে ২৩:০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৯:০০ ঘন্টায় এসএসএস হুব্বল্লি জং. পৌঁছবে।
advertisement
advertisement
এই এসি স্পেশ্য়াল ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, এসি ৩-টিয়ার ইকনমি কোচ থাকবে। উভয় দিকের যাত্রাকালে ট্রেনটি গদগ, হোসপেট, গুন্তকাল, গুন্টুর, বিজয়নগরম, ভুবনেশ্বর, খুরদা রোড, খড়গপুর, নিউ জলপাইগুড়ি, নিউ বঙাইগাঁও এবং রাঙাপাড়া নর্থ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে স্পেশ্য়াল ট্রেনের সংখ্যা৷ এই স্পেশ্য়াল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Special Trains: ওয়েটিং লিস্টে নাম? আর চিন্তা নেই, গরমে আরামে যাত্রার জন্য এসি স্পেশ্যাল ট্রেনের সুবিধা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement