Supreme Court || যে কোনও মহিলার নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার রয়েছে, বৈবাহিক ধর্ষণও ধর্ষণই! নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Supreme Court || নজিরবিহীন এই সিদ্ধান্তে বৈবাহিক ধর্ষণের বিষয়টিও উল্লিখিত আছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, অসম্মতিতে সংসর্গও ধর্ষণ। বৈবাহিক ধর্ষণের বিষয়ও এমটিপি আইনের আওতায় আসতে পারে।
#নয়াদিল্লি: গর্ভপাত নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। বিবাহিত এবং অবিবাহিত সবারই গর্ভপাতের অধিকার রয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন নিয়ে মামলার প্রেক্ষিতে এ কথা জানাল আদালত। শীর্ষ আদালতের রায়ে জানানো হয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি বা এমটিপি আইনে গর্ভপাত বিষয়ে বিবাহিত এবং অবিবাহিত মহিলার প্রভেদ থাকবে না৷
নজিরবিহীন এই সিদ্ধান্তে বৈবাহিক ধর্ষণের বিষয়টিও উল্লিখিত আছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, অসম্মতিতে সংসর্গও ধর্ষণ। বৈবাহিক ধর্ষণের বিষয়ও এমটিপি আইনের আওতায় আসতে পারে। গর্ভপাতের ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক।
আরও পড়ুন: গার্ডেনরিচে খাটের তলার টাকা উদ্ধারের ঘটনায় বড় অভিযানে কলকাতা পুলিশ! প্রকাশ্যে মারাত্মক তথ্য
মাস তিনেক আগে সুপ্রিম কোর্ট একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়৷ অবিবাহিত অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গর্ভপাত সংক্রান্ত একটি মামলার রায় দেওয়ার সময় এমনটাই জানিয়েছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, সূর্য কান্ত এবং এএস বোপান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। তারপরে আরও এক সাড়া জাগানো সিদ্ধান্ত৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 12:31 PM IST