হোম /খবর /দেশ /
গণবন্টনে 'বাংলা মডেল' চালুর দাবিতে ধরনা যন্তর মন্তরে

ALL INDIA FAIR PRICE SHOP DEALERS' FEDERATION: গণবন্টনে 'বাংলা মডেল' চালুর দাবিতে ধরনা যন্তর মন্তরে

বাংলার রেশন মডেল সারা দেশে চালু করা এবং রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার নয়াদিল্লির যন্তর মন্তরে ধরনায় বসল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন

  • Share this:

নয়াদিল্লি : বাংলার রেশন মডেল সারা দেশে চালু করা এবং রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার নয়াদিল্লির যন্তর মন্তরে ধরনায় বসল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংসদ ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে সংগঠনটি। তাঁদের ধরনায় সমর্থন করে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "এই সংগঠনের মধ্যে কোনও রাজনীতি নেই। সারা দেশে দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এই ধর্নায় যোগ দিয়েছেন।"

ডিলারস ফেডারেশনের দাবি, রাজস্থানে যেভাবে করোনা আক্রান্ত হয়ে মৃতদের ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, একইভাবে সারা দেশের রেশন ডিলার,  যাঁরা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যেমন সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, তেমনই ক্ষতি হয়েছে রেশন ডিলারদের। আমরা সেই প্রকল্প পুনরায় চালু করা-সহ মোট ১১ দফা দাবিতে আজ আন্দোলন করছি।"

এর আগে, একাধিক দাবিতে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, টানা তিনদিন রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছিল ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সেই মতো  দেশজুড়ে রেশন ধর্মঘটের প্রথম দিনে, রাজ্যজুড়ে ১৭ হাজার ১২১টি রেশন দোকান ছিল বন্ধ। যার জেরে ৮ কোটি মানুষ রেশন পাননি। প্রথম দিনের ধর্মঘটের ফলাফল দেখে খাদ্য মন্ত্রকের তরফে থেকে গত ১৫ তারিখ ডিলারদের স্বার্থে বৈঠকে ডাকা হয়েছিল।

পাশাপাশি মন্ত্রকের তরফে আবেদন জানানো হয়েছিল,  ৮ ও ৯ ফেব্রুয়ারির ধর্মঘট তুলে নেওয়ার জন্য। মন্ত্রকের আবেদন বিবেচনা করেই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরেও আসেন ডিলাররা। যদিও সমস্যার সমাধান হয়নি বলে দাবি রেশন ডিলারদের।  সংগঠনের সাধারন সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, '' আমরা গোটা বিষয় নিয়ে রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেছি। মন্ত্রকও জানিয়েছে, রেশন ডিলারদের দাবিকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই কারণেই আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। ''

RAJIB CHAKRABORTY

Published by:Rukmini Mazumder
First published:

Tags: ALL INDIA FAIR PRICE SHOP DEALERS' FEDERATION