'আমি মরতে চাই', চিঠিতে লিখেছিলেন সুনন্দা পুস্কর

Last Updated:

'আমি মরতে চাই, আর বেঁচে থাকতে চাই না'৷ এই কথাই চিঠি দুটিতে লিখেছিলেন তিনি৷ ২০১৪-র জানুয়ারির আগে শশীকে পাঠানো এই ইমেল এসেছে গোয়েন্দাদের হাতে৷

#নয়াদিল্লি: সুনন্দা পুস্কর মৃত্যু রহস্যে নয়া মোড়৷ মৃত্যুর আগে লেখা সুনন্দার চিঠিতে শুরু হল নতুন করে জলঘোলা৷ মৃত্যুর আগে স্বামী শশী থারুরের কাছে ২টি চিঠি লেখেন সুনন্দা৷ 'আমি মরতে চাই, আর বেঁচে থাকতে চাই না'৷ এই কথাই চিঠি দুটিতে লিখেছিলেন তিনি৷ ২০১৪-র জানুয়ারির আগে শশীকে পাঠানো এই ইমেল এসেছে গোয়েন্দাদের হাতে৷ এই লাইনগুলো একটি কবির, যা সুনন্দা লিখে পাঠিয়েছিলেন শশীকে৷
সুনন্দা মৃত্যুকাণ্ডে গঠিত সিট (স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম) এখন এই চিঠি নিয়েই চর্চা শুরু করেছে৷ কী কারণে মরতে চেয়েছিলেন সুনন্দা, তারই উত্তর খুঁজছেন পুলিশ কর্তারা৷ তদন্তে নেমে এর আগেও শশী ও সুনন্দার ইমেল খতিয়ে দেখেছিল দিল্লি পুলিশ৷ শশী ও সুনন্দার ফোন কললিস্টও খতিয়ে দেখা হয়েছিল৷ তদন্তের স্বার্থে কল রেকর্ড অত্যন্ত ভরসাযোগ্য সূত্র হতে পারে বলেই মনে করছিল দিল্লি পুলিশ৷
advertisement
advertisement
স্ত্রী খুনে শশীর বিরুদ্ধে ইতিমধ্যেই ৩০০০ পাতার চার্জশিট জমাদিয়েছে দিল্লি পুলিশ৷ সুনন্দাকে মৃত্যুতে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের এই হাই প্রোফাইল নেতার বিরুদ্ধে৷ শশীর বিরুদ্ধে রয়েছে ৪৯৮এ, ৩০৮ ধারা৷ যদিও তদন্তের ব্যপারেই পাল্টা প্রশ্ন তুলেছেন শশী থারুর৷ হাই প্রোফাইলএই মৃত্যুকে ঘিরে আর কি কি তথ্য সামনে আসে, তার দিকেই নজর দেশবাসীর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমি মরতে চাই', চিঠিতে লিখেছিলেন সুনন্দা পুস্কর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement