পাসপোর্ট না মিললে আত্মহত্যার হুমকি ! ট্যুইটে সাহায্যের আশ্বাস সুষমা স্বরাজের

Last Updated:

পাসপোর্ট না পাওয়ায় আত্মহত্যার হুমকি ৷ ট্যুইট মারফত এই হুমকি পেতেই নড়েচড়ে বসে বিদেশমন্ত্রক ৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সম্পূর্ণ বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

#আহমেদাবাদ: পাসপোর্ট না পাওয়ায় আত্মহত্যার হুমকি ৷ ট্যুইট মারফত এই হুমকি পেতেই নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রক ৷ আহমেদাবাদের এক মহিলার থেকে এমন একটি ট্যুইট পেতেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সম্পূর্ণ বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ মহিলাটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই পাসপোর্ট নিয়ে সমস্যার মুখে পড়েছেন তিনি ৷ বারবার পাসপোর্ট অফিসে গিয়েও সমস্যার সমাধান হয়নি ৷
দিন কয়েক আগেই আহমেদাবাদ থেকেও এই একই অভিযোগ মিলেছিল ৷ আহমেদাবাদের হরিপ্রসাদ পণ্ডিত নামে এক ব্যক্তি আহমেদাবাদে পাসপোর্ট অফিসের বাইরে আত্মহত্যার হুমকি দেয় ৷ ট্যুইট করে সেই হুমকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ৷ বিষয়টি নজর এড়ায়নি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজেরও ৷ আহমেদাবাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে ঘটনাটির রিপোর্ট তলব করেছে বিদেশমন্ত্রক ৷
advertisement
advertisement
ট্যুইট মারফত এর আগেও একাধিকবার সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ সেই কথা মাথা রেখেই সাহায্যের আশায় ট্যুইট করেন হরিপ্রসাদ পণ্ডিত ৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি ৷
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মানস সরোবর যাত্রায় এক দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুষমা স্বরাজ ৷ কৈলাস যাত্রার জন্য যাত্রীদের যে তালিকা বাছাই করা হয় ৷ সেই তালিকাতেই স্বামী-স্ত্রী-কে আলাদা আলাদা ব্যাচে বাছাই করা হয় ৷ আর এরপরেই ট্যুইট সুষমা স্বরাজের কাছে সাহায্যের হাত বাড়ান স্বামী ৷
advertisement
সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন সুষমা স্বরাজও ৷ ট্যুইট করে সুষমা বলেন, ‘কম্পিউটারের সমস্যার জেরে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ এতে আপনাদের চিন্তা করার কিছু নেই ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাসপোর্ট না মিললে আত্মহত্যার হুমকি ! ট্যুইটে সাহায্যের আশ্বাস সুষমা স্বরাজের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement