দেশের সব বোর্ডে একই পাঠ্যক্রম শুরুর ভাবনা কেন্দ্রের
Last Updated:
দেশের সব বোর্ডে একই পাঠ্যক্রম শুরুর ভাবনা কেন্দ্রের
#নয়াদিল্লি: দেশের পড়ুয়াদের শিক্ষামান উন্নত করার লক্ষ্যে আরও একটি যুগান্তকারী পরিকল্পনা করেছে কেন্দ্র ৷ দেশের সবকটি বোর্ডকে একই ছাতার নীচে এনে একই পাঠ্যক্রম চালু করার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের শিক্ষামানের বৈষম্য ঘোচাতেই অভিন্ন শিক্ষানীতি চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ শুধু মাত্র নম্বর বাড়াতে গ্রেস মার্কস বন্ধ করে মেধা ও শিক্ষার মূল্যায়নের উপর জোর দিতে চাইছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ ইতিমধ্যেই এই লক্ষ্যে আটটি বোর্ডকে নিয়ে একটি ইন্টার বোর্ড ওয়ার্কিং গ্রুপ বা আইবিডব্লুজি গঠন করা হয়েছে ৷
advertisement
নীতিগতভাবে প্রতিটি বোর্ড গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে ৷ সিবিএসই বোর্ড দ্বাদশে এই বছরই গ্রেস মার্কস প্রথা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সেই নির্দেশে আপাতত দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে ৷
advertisement
ইন্টার বোর্ড ওয়ার্কিং গ্রুপ বা আইবিডব্লুজি-তে গ্রেস মার্কস প্রথা ছাড়াও বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা হবে ৷ গৃহীত সিদ্ধান্ত বোর্ডের ওয়েবসাইটগুলোতে ঘোষণা করা হবে ৷ তবে একস্ট্রা কারিকুলার অ্যাকটিভিটি-তে আলাদা মার্কস ও গ্রেস দেওয়ার পক্ষে মানব সম্পদ উন্নয়ব মন্ত্রক ৷
advertisement
সমস্ত বিষয়ে না হলেও কিছু এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্ত বোর্ডে একই পাঠ্যক্রম শীঘ্রই চালু করতে চাইছে HRD ৷ একইসঙ্গে যেসব রাজ্যে এনসিইআরটির বই চলে, সেখানে নিজেদের তৈরি প্রশ্নপত্র পাঠাবে সিবিএসই।
শিক্ষাবিদদের মতে, এই প্রক্রিয়া চালু হলে আদতে লাভবান হবেন পড়ুয়ারা ৷ এতে একই পাঠ্যক্রমে শিক্ষিত দেশের সব রাজ্যের পড়ুয়ারা পরীক্ষায় একই বা একধরনের প্রশ্নে পরীক্ষা দেবে ৷ ফলে মূল্যায়নের মধ্যে একটা সামঞ্জস্য আসবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2017 11:00 AM IST

